আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা আমি জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা
প্রথমেই বলে নেই, এই পোস্ট শুধু নতুন ব্লগারদের জন্য, পুরানরা আগে থেকেই জানেন।
আপনি যদি কিছুদিন ব্লগিং করেন তাহলেই বুঝে যাবেন এখানে আসা পোস্ট এর ৯০% ই অখাদ্য, ভিতরে কিসু নাই (যেমন এই পোস্ট) আর যে বাকি ১০% আসে তার বেশিরভাগই নির্দিষ্ট কিসু ব্লগার এর কী বোর্ড থেকে উৎপাদিত হয়। এখন আপনার পক্ষে তো প্রতিদিন সবার ব্লগ এ গিয়ে কেউ নতুন কোন পোস্ট দিল কিনা চেক করে দেখা সম্ভব না।
এই সম্যসার সমাধানে সামু নিয়ে এল অনুসারিত ব্লগ।
আপনি যখন কারও ব্লগ এ ঢুকবেন, দেখবেন ব্লগার এর নামের নিচে অনুসরন করুন এই কথাটা লেখা আসে। ঐটাতে ক্লিক করেন, অপেক্ষা করেন, দেখবেন লেখাটা চেন্জ হয়ে অনুসারিত হয়ে যাবে। এভাবে বেশ কয়েকজনকে অনুসরন করেন (আউল ফাউল লোকজনকে কইরেন না। আমি হাসান জোবায়ের, গিরিজা তপন, নাফিস ইফতেখার, শাহানা, বড় বিলাই, জিকসেস, জর্জিস, ফিউশন ফাইভ...........বাকিদের নাম মনে আসতেসে না, এদেরকে অনুসরন করি। পাশাপাশি কিছু ছাগুকেও রাখতে পারেন নতুন কি ল্যাদালো জানার জন্য।
ছাগুদের নাম আমি বেশি জানি না। কানন শাহ মনে হয় ছাগু)
অনুসরন করা শেষ হলে প্রথম পাতায় আসেন। দেখেন উপরের দিকে ৩টা ট্যাব আসে
* সংকলিত পোস্ট
* ক্রমানুসারে পোস্ট
* অনুসারিত ব্লগ
এর মধ্যে বাই ডিফল্ট * ক্রমানুসারে পোস্টটা সিলেক্ট করা থেকে। আপনি * অনুসারিত ব্লগ সিলেক্ট করেন।
টাডা দেখবেন শুধু আপনার অনুসরন করা ব্লগারদের পোস্টগুলাই দেখাচ্ছে।
টুইটারের ফলো অপশনের মত আরকি। ।
অনেক কিসু তো শিখলেন, এখন কথা না বাড়ায় আমাকে অনুসরন করা শুরু করেন দেখি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।