আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্সে আমার কিছু সমস্যার সমাধান

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।

আগে শুধু ব্লগ পড়েছি। বিভিন্ন ধরণের সমস্যার সমাধান খুঁজেছি ব্লগ থেকে। পেয়েও গেছি । ভাবিনি এই ব্লগে লিখব।

হঠাৎ মনে হল ব্লগে এসে অনেকের সাহায্য পেয়েছি , আমার সমস্যা থেকে যদি কারও কোনো উপকার হয়। লিনাক্সের উপর কেন জানিনা আমার কেমন যেন একটা দুর্বলতা ছিল এবং এখনো আছে। লিনাক্সকে তেমন ভাবে বুঝিনা বলেই হয়ত। যাকে নানা দিক দিয়ে অচেনা থাকে তার উপরেই মানুষের আকর্ষণ বেশি থাকে হয়ত। বঁড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনেও রাধা যখন কৃষ্ণের অচেনা ছিলেন তখন কৃষ্ণের তার উপরে ছিল প্রবল টান।

সুতরাং আমার ক্ষেত্রেও কী হবে সময়ই হয়তো সেটা বলে দেবে । যা হোক এবার আমার সমস্যার কথায় আসি যা আমি লিনাক্স ব্যবহার করার সময় সম্মুখীন হয়েছি -- সমস্যা -১ আমার ল্যাপটপে উইন্ডোজ ও লিনাক্স ডুয়াল মোডে করা আছে। উইন্ডোজ থেকে ল্যাপটপে LCD brightness বাড়ানো কমানো যে মেথডে করা হয় সেই মেথডেই করতে পারছি (Fn + up arrow key or Fn+ down arrow key) কিন্তু সমস্যা হচ্ছে লিনাক্সের বেলায়। যদি ল্যাপটপ চার্জে বসানো অবস্থায় তাকে তবে LCD brightness বেশ উজ্জ্বল। কিন্তু চার্জে না বসানো অবস্থায় লিনাক্সে ঢুকলে brightness এত কম যে চোখ ব্যথা হবার জোগাড় আর কী।

নেট ঘেটে অনেক কমান্ড যোগাড় করলাম কিন্তু সমস্যা যে কে সেই। দিন যায়,আরও চেষ্টা করি। সেই একই তিমিরে। হঠাৎই একদিন সমস্যার সমাধান হয়ে গেল নিজের খেয়ালেই। সমাধান :- যদি এই সমস্যা কারো হয় ,আশা করি আমার এই মেথডে কাজ হতে পারে- যখন boot screen আসবে যেখানে linux এবং windows option আসছে ,তখন আগে operating এন্টার না করে আগে (Fn + up arrow key ) press করুন ।

দেখবেন brightness বাড়ছে। এরপর লিনাক্সে ঢুকুন দেখবেন brightness বেড়েছে। সমস্যা-২ আরও একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। লিনাক্সে ঢুকে windows এর কিছু কিছু হার্ডড্রাইভ খুলতে পারছিলাম না। অর্থাৎ mount করা যাচ্ছিল না।

এর সমাধান অবশ্য "কেন মাউন্ট হচ্ছেনা" সেখানেই বলা ছিল । যেটা অবশ্য আমি অনেকটা পরে বুঝেছি। সমাধান:- এমন সমস্যা হলে যা করবেন- windows এ ঢুকুন। যে ড্রাইভ linux এ mount করতে পারছেন না সেই ড্রাইভের properties এ গিয়ে Tools option এ গিয়ে checkdisk করুন(Tools Menu-র error checking তে)। এরপর windows এ ঢুকে restart করুন ২ বার ।

এরপর লিনাক্সে ঢুকে আশা করি ঐ ড্রাইভ mount করতে পারবেন। কারণ আমি পেরেছি। সবশেষে যে কথাটি বলতে চাই-আমি কোনো কম্পিউটার বিশেষজ্ঞ নই, নিতান্ত হাতুড়ে মিস্ত্রি। কিম্বা তাও নই। নিজে সমস্যাই পড়ে শিখেছি।

আমি নিজে অভ্র ঠিকমতো ইনস্টল লিনাক্সে করতে পারিনি । এখানকার ব্লগ থেকে দেখে দেখে অভ্র ইনস্টল করেছি। অভ্র ইনস্টল হয়েছে কিন্তু কোন কাজ করছে না । এর চেয়ে বেশি আর কী বলব ? যদি কারো আমার সমস্যা থেকে উপকার হয় জানাবেন,অত্যন্ত খুশি হব। ধন্যবাদ।

শুভরাত্রি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.