দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।
যারা ইনসেপশন দেখেছেন তারা সবাই না হলেও অনেকেই পরিচালক ক্রিস্টোফার নোলান এর ভক্ত হযে গেছেন। আমি তাদের মধ্যে একজন।
তার দ্য প্রেস্টিজ মুভিটা হয়ত অনেকেই দেখেছেন। তারপরেও যারা দেখেন নি, তাদের জন্য ছোট্ট করে একটা রিভিউ দেবার চেষ্টা।
হিউ জ্যাকম্যান ( উলভেরিন-এক্স মেন) এবং ক্রিশ্চিয়ান বেল (ব্যাটম্যান বিগিনস এবং দ্যা ডার্ক নাইট) এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।
দুইজন তরুন ম্যজিশিয়ানের দ্বন্দ্ব এই ছবির কাহিনীকে এগিয়ে নিয়ে গেছে... যেটার শুরু হয় ক্রিশ্চিয়ান বেল এর অসাবধানতার কারনে হিউ জ্যাকম্যান এর স্ত্রী এর মৃত্যুর ফলে.. হিউ আঙ্গুল তোলে বেল এর দিকে এবং কাহিনী এক অসাধারন গা শিউরে ওঠা পরিনতির দিকে এগিয়ে যায়...
কাহিনীতে কি ঘটেছে তা বলে মজা নষ্ট করবো না.. শুধু বলব..
স্বাগতম.. জাদুর জগৎ আর মানুষের মনের অলি গলিতে চলতে থাকা অদ্বুত সব চিন্তার জগতে স্বাগতম...
ধাক্কা খেয়েছি দুইজনের একে অপরের প্রতি বিদ্বেষ এবং এর পরিনতি দেখে... শেষটা দেখে যদি কেউ ধাক্কা না খান.. তবে বলতেই হবে ছবিটা মন দিয়ে দেখেন নি... স্রেফ এটা মনে হযেছে, প্রতিশোধস্পৃহা মানুষকে কোথায় নিয়ে যায়... অথবা কোথায় না নিয়ে যায়...
টরেন্ট লিংক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।