স্বপ্ন দেখে মন
নীলগিরিতে শুধু একবার বৃষ্ট
------------------------------------ Shakila Tuba
বারবার সরে যাই অন্ধকারের দিকে,
অকাল বিস্ফোরনে বোধের ভেতর বুদবুদ-
এলোমেলো মেঘ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আকাশে
স্ফূরিত দাবানলে গা ঘঁষি ব্রীড়াবতী মমতায়।
কতকাল অচেনা গাঁয়ের মাঠে খুঁজেছি কিছু,
আশুলিয়ার ভেজা বাতাসে উড়িয়েছি ওড়না,
কতদূরে ছিল সেই জল? যা হয়নি ছোঁয়া!
বিলম্বিত লয়ে মালকোষ সুর তোলে বনে
চন্দন আলো সৌরভ ছড়িয়েও হয় উধাও,
দীর্ঘ কেশভারে আরো অবনত হই, সে নেই
কে যেন এসেছিল পাইন বনের মধুরিমায়!
পাখীর কাকলী চুরি করেছিল পদশব্দ তার
মায়ার অলীক ছায়ায় সে মেনেছে কি হার?
কাংখিত জন শুধুই মিতবর হয়ে বাঁচে!
আবার লেগেছে লগন, ভুল শোধনের এখনই সময়।
আগুন লেগেছে দক্ষিনের খোলা জানালায়
রবাব বাজিয়ে আলোর চূর্ণ চুঁইয়ে পড়ছে বালুকনায়
যাদুকরী হাত টেনে ধরে আরেকবার বলি,
ভালবাসায় হার জিত বলে কিছু নাই---
চলো চলে যাই এই রাতুল রাতের ফোকড় গলে
মেঘের আঁচল ঢাকা নীলগিরিতে শুধু একবার বৃষ্টি ঝরাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।