রোদ ভেঙ্গেছে আজ।
হোরাস ছিল আকাশের দেবতা । মিশরীয় রা ওসিরিস এর মৃত্যুর পর সর্বপ্রথম হোরাস কে জাতীয় দেবতা স্বীকৃতি দেয় ।
হোরাসের শরীর মানুষের মত হলে ও মাথা ছিল বাজপাখির মত । মিশরীয় দের কাছে হোরাস দেবতা হেরু নামে পরিচিত,যার অর্থ হল- দূরবর্তী একজন ।
তাদের মতে হোরাসের এক চোখ ছিল সূর্যের আরেক চোখ চাঁদের । নতুন চাঁদ উঠার সময়ে হোরাস নাকি অনেক ভয়ংকর হয়ে যেতেন । সবাই কে সমানে শাস্তি দিতেন । এরপর আবার,চাঁদ নিয়মিত আকাশে দেখা দিলে হোরাস পূর্বের অবস্থায় ফিরে আসতেন ।
মিশরীয় দের অনেক অন্ধ বিশ্বাস ছিল দেবতা হোরাস কে নিয়ে ।
তাদের মতে,হোরাস ছিল দেবী আইসিসের একমাত্র সন্তান । আইসিস ওসিরিস এর মৃত্যুর পর অলৌকিক ভাবে গর্ভবতী হন । হোরাস কে দেবী আইসিস চেমিস নামক দ্বীপে বড় করে তোলার জন্য নিয়ে যান , কেননা সব সময় ই হোরাসের জীবন সংশয়ের মধ্যে ছিল তার কুমতলবী চাচা সেথ এর কারণে । আইসিস হোরাস কে অনেক কষ্ট করে রক্ষা করেন ।
হোরাস বড় হয়ে সেথ এর সাথে মিশর রক্ষার জন্য যুদ্ধ করেন ।
এই যুদ্ধে হোরাসের একটি চোখ নষ্ট হয়ে যায় । ঐ চোখ পুনরায় হোরাস ফিরে পান এবং এই চোখ মিশর রক্ষার প্রতীক হয়ে যায় তখন থেকে । ঐ যুদ্ধের পরে হোরাস কে মিশরীয় রা সারা বিশ্বের শাসনকর্তা হিসেবে মেনে নেয় ।
এডফু শহরে সব চাইতে বেশী সুরক্ষিত মন্দির দেবতা হোরাসের নামে রয়েছে । নিচে ঐ মন্দিরের সামনের হোরাস মূর্তি দেখা যাচ্ছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।