স্বপ্ন দেখি
প্রত্যেকবার ব্লগ লেখার আগে নিজেকে বারবার বলি, হিট পাওয়ার জন্য লিখছি না, কিন্তু জানি, হিট দেখতে ভালোই লাগবে। void(0); কিন্তু আসলেই হিট পেতে লিখছি না, ইনফ্যাক্ট হিট অস্বাভাবিক কম পেলে ভালোই হয়। এক্সপেক্টেশন টা চলে যাবে। আরো নিয়মিত অনেক কিছু লিখতে পারবো।
এইমাত্র একটা মুভি দেখে শেষ করলাম।
ওটা নিয়ে লিখতে বসা। তার আগে একটা কথা লিখতে ইচ্ছা হচ্ছে। বাংলাতে লিখতে অনেক কষ্ট হয়। মানে, টাইপ করাটা। একটা লাইন মাথায় আসছে, অভ্র দিয়ে টাইপ এর কসরত করতে করতে পুরা চিন্তার সুতো ছিড়ে যাচ্ছে।
ব্যপারটা বিরক্তিকর। কিন্তু এর কোন সমাধান পাচ্ছি না। আমি মার্ক জুকারবার্গ হলে এখন মন্দ হতো না। আরো উত্তরাধুনিক কোন প্রোগ্রাম বানিয়ে নিতাম, আরো সোজা পদ্ধতিতে টাইপ করার জন্য।
মার্ক জুকারবার্গ - ফেসবুক এর প্রতিষ্ঠাতা।
ওহ! সংশোধন। ফেসবুক এর কো-প্রতিষ্ঠাতা। দি সোশাল নেটয়ার্ক মুভিটা এই লোকটাকে নিয়ে লেখা। রোজ ৪/৫ বার করে ফেসবুকিং করছি, কিন্তু কখনো মাথায় আসেনি, কত ইতিহাস আর ইমোশন এর পিছনে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর একজন ছাত্র'র জীবন ঠিক কিভাবে বদলে গেলো আর বদলে দিলো আরো লাখ লাখ মানুষের ইন্টারনেট জীবন।
পুরা অদ্ভুত আর আনরিয়াল !
বাস্তব ঘটনা নির্ভর মুভি দেখার একটা বিশেষ দিক হল, অনেক কম সিনেম্যটিক ঘটনাও অনেক বেশি ভাবায়। অনেকক্ষন চিন্তা করতে বাধ্য করে। বার বার মনে হতে থাকে, this happened, yes... this happened for real ...
কোন একটা ওয়েবসাইট এর র্যাংকিং এ মুভিটা ২০১০ এর third best. তাই আগ্রহ নিয়ে দেখেছি। সমটা নষ্ট হয়নি। void(0);
ওহ ভালো কথা! বাংলা টাইপ করার একটা সমাধান পেয়েছি।
নাহ, অন্য কোন প্রোগ্রাম না, বেশি বেশি টাইপ করে----- বোরিং জানি, কিন্তু কিছু করার নাই। void(0);
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।