আমাদের তরুন বয়সে সপ্তাহে এক দিন মানে শুক্রবার সকাল আর দুপুরে ইংরেজী ছবি দেখা যেতো। আর বিটিভি সপ্তাহে এক দিন ( কখনো রবিবার, কখনো শনিবার কখনো শুক্রবার ) রাত দশটার ইংরেজী সংবাদের পর একটি করে ইংরেজী ছবি দেখাতো। সিনেমা হলের ছবির মধ্যে হলিউডের বাণিজ্যিক ছবির পাশাপাশি বিখ্যাত ছবিও দেখার সুযোগ পেতাম।
বিটিভির বদৌলতে দেখার সুযোগ পেলাম বিখ্যাত মুভি ক্লিওপেট্রা। ক্লিওপেট্রার চরিত্রে এলিজাবেথ টেলর @ লিজ টেলর।
এন্টনির চরিত্রে ডাকসাইটে নায়ক রিচার্ড বাটন। ( মোট আট বার বিয়ের মধ্যে বাটনকে বিয়ে করেছিলেন দু'বার। ) ছবি দেখে মনে হলো সেকালের মিশরে চলে গেছি। সেই ক্লিওপেট্রাই যেন ফুটে উঠেছেন চোখের সামনে।
অপূর্ব সৌন্দর্য, দুর্দান্ত অভিনয় প্রতিভা আর অমিতচারী জীবনধারা মিলে তিনি ছিলেন এক বর্ণাঢ্য চরিত্র।
অভিনয় করেছেন ৫০টির মতো ছবিতে। কাজ করেছেন এইডস আক্রান্ত মানুষদের কল্যাণে। এইডস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর শিকার হয়েছিলেন অভিনেতা রক হাডসন। জিনা লোলো ব্রিজিটা আর রক হাডসন অভিনীত ছবি কাম সেপ্টেম্বর মুভিটি দেখে মন আকূল হয়ে উঠেছিলো। এইডস আক্রান্ত রক হাডসনের ঠোঁটে সহমর্মিতা জানিয়ে চুম্বন করে হৈ চৈ ফেলেছিলেন লিজ।
অভিনয়ের জন্য তিনি ৬ বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে অস্কার জিতেছিলেন দু'বার। বাটারফিল্ড এইট ছবির জন্য ১৯৬১ সালে এবং হুজ এফ্রেইড অব ভার্জিনিয়া উলফ ছবির জন্য ১৯৬৮ সালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
ক্যাট অন এ হট টিন রূফ ছবিটিতে লিজের বিপরীতে ছিলেন সুদর্শন অভিনেতা পল নিউম্যান। অভিনয় প্রতিযোগিতার সাথে সৌন্দর্যেরও যেন প্রতিযোগিতা চলছিলো।
৭৯ বছর বয়সে চলে গেলেন এই অভিনেত্রী। তার আত্মার শান্তি কামনা করছি।
বিদায় লিজ। আপনি বেঁচে থাকবেন আপনার কীর্তির জন্য সকল ভক্তের অন্তরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।