ভারতের দালাল ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।
গতকাল এক ছোট ভাই এসে জানালো ইডেনের সামনের রাস্তা ভিআইপি করে দিছে। আমি খুব বেশি মাথা ঘামালাম না। কারন এই রাস্তাতে এমনিতেই রিকশা চলে না। বাসের প্রয়োজনে মাঝে মাঝে এই রাস্তা ব্যবহার করা হত।
সে আরকেটি কথা বলল। বিডিআর তিন নম্বার গেট থেকে রিকশায় যাওয়া যাবে না। তখন মাথা ঘামাইনি।
কিন্তু আজ যখন পান্থপথ থেকে আজিমপুরে আমার বাসাতে আসলাম তখন মেজাজ চরমে চরে গেল। নিউমার্কেটের সামনে দিয়ে রিকশা নিয়ে যেতে দিবে না।
ভিআইপি করা হয়েছে।
এখন প্রশ্ন হল যারা এখান থেকে ঝিকাতলা, ধানমন্ডি ৬ এবং এর আশে পাশে যেত তাদের যেতে হত কাঁচা বাজার দিয়ে তাদের কি হবে? তাছাড়া নিউমার্কেট থেকে নীলক্ষেত উত্তর কোয়ার্টার পর্যন্ত রিকশা চলে না। তার মানে আমাকে রিকশায় আসলে ঐ উত্তর নীলক্ষেত থেকে হেটে আসতে হবে? তাছাড়া আমরা যারা আজিমপুর, লালবাগ, আমতলা, নবাবগঞ্জ, বটতলা থেকে নিউমার্কেট যাবো তারা কি নিউপল্টনে গিয়ে নেমে পড়বো? তার মানে এখন যাদের গাড়ি আছে তাদের জন্যই নিউমার্কেট উপযুক্ত হয়ে গেল। আমরা ফাউ!!!
আমি শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন (শারীরিক প্রতিবন্ধী) হওয়াতে ভবনের ভেতরে হওয়া মার্কেটগুলোতে যাওয়া কষ্টকর। তাছাড়া এগূলো বেশ দূরে দূরেও।
এর উপর আবর মধ্যবিত্ত হওয়াতে আমাদের পক্ষে বড় বড় মলগুলোতে যাওয়া সম্ভব না। তাই আমার জামাকাপড়, জুতা, ক্যাপ জাতিয় ছোট ছোট যা লাগে তা সেখান থেকেই নেই। আজ নিউমার্কেটের সামনে নামার জন্য পুলিশকে অনুরোধ করলাম। কারন নীলক্ষেত মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত হাটা আমার পক্ষে সম্ভবনা। কিন্তু তারা আমার কথার কোন গুরুত্বই দিল না।
আমি যে ডেকে তাদের অনুরোধ করলাম এর জন্য তারা বিরক্ত বোধ করলো। মেজাজ এত খারাপ হল। শেষ পর্যন্ত হেটেই রওনা দিলাম। বাসায় এসে কি পরিমানে কষ্ট লাগছিলো তা বলে বোঝাতে পারবোনা।
এই ভাবে ভেতরের দিকে দুই রাস্তাকে ভিআইপি করে দিলে কি জানজট কমবে।
অথচ আমার বাড়ি থেকে আজিমপুর বাসস্ট্যন্ডে যেতে নিউপল্টন স্কুল এন্ড কলেজ, রায়হান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, অগ্রনী স্কুল এন্ড কলেজ, ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজ এবং আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ পরে। এই পাচমিনিটের হাটার পথ যেতে আমার যখন রিকশায় আধা ঘন্টা থেকে এক ঘন্টাও লাগে তখন আমারযে কি অবস্থা তা বলে বোঝানো সম্ভব নয়। আমার সকালে ক্লাশ মাঝে মাঝেই মিস হয়ে যায়। এখানে ট্রাফিক পুলিশকে যখন দেখি দাড়িয়ে দাড়িয়ে পান বা বিড়ি খাচ্ছে তখন ইচ্ছে করে গালে দুইটা থাপ্পর মারি। এদিকে যদি কমছে কম ভিকারুন্নিসার মাইক্রোগুলোকে আজিমপুর বাসস্ট্যন্ডের বাইরে রাখতে তাহলে এই রাস্তায় আর জ্যাম লাগেনা।
কিন্তু বালের পুলিশের মাথা ব্যাথা ইডেনের সামনের রাস্তা আর নিইমার্কেটের সামনের রাস্তা।
আজিমপুর বাসস্ট্যন্ড থেকে এই পাচস্কুলের সামনের কিছু জানজটের ছবি শেয়ার করলাম। দেখেন অবস্থা।
নিউপল্টন স্কুল এন্ড কলেজর গলির সামনে।
ভিকারুন্নিস নুন স্কুল এন্ড কলেজর সামনে।
অগ্রনী স্কুল এন্ড কলেজের গলির মুখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।