ইউনূসের সঙ্গে সমঝোতা করতে চায় সরকার...
ঢাকা, ২৩ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের বিষয়ে সরকার সমঝোতার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ বুধবার বিভিন্ন জাতীয় দৈনিকে 'ড. ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর সমঝোতার উদ্যোগের খবর নাকচ অর্থমন্ত্রী'র-শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পাঠানো প্রতিবাদলিপিতে এ কথা জানানো হয়। প্রতিবাদপত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) গকুল চাঁদ দাসের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে সমঝোতার প্রস্তাব সরকার থেকেই দেয়া হয়েছিল এবং এটি এখনো বহাল রয়েছে। সরকার এ বিষয়ে প্রস্তুত।
তবে, এক্ষেত্রে ড. মুহম্মদ ইউনূসকেই এগিয়ে আসতে হবে।
প্রতিবাদে আরো বলা হয়েছে, আজ বিভিন্ন জাতীয় দৈনিকে 'ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর সমঝোতার খবর নাকচ অর্থমন্ত্রী'র শিরোনামে প্রকাশিত খবরে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়েছে। প্রকাশিত সংবাদটি সঠিক নয়। অর্থমন্ত্রী শুধু 'প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রীকে প্রধান করে কোনো কমিটি হয়েছে কি-না' সে বিষয়ে মন্তব্য করেছিলেন। সমঝোতার বিষয়ে নয়।
এ বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য সুস্পষ্ট এবং তা সেদিন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেইক, বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এবং বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস উলফেনসন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন সেদিনই তিনি তা বলে দিয়েছেন। সেই বক্তব্য হলো যে, আমরা শুরুতেই একটি সম্মানজনক সমাধান চেয়েছিলাম এবং সেই সুযোগ এখনও খুঁজছি।
ঠেলার নাম বাবাজি????
দর্শক আপনারা কি বলেন????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।