আমাদের কথা খুঁজে নিন

   

ঠেলার নাম বাবাজি : বাংলা লায়ন এর আগমনে কিউবি সংযোগের নতুন মূল্য নির্ধারণ

অকারণে বুদ হওয়া ভাবনায় এলোমেলো যখন তখন, নগরের মতো যেন যানজট মাথার ভেতর থেকে যায়

আজ সকালে পেপার খুলে দেখলাম কিউবি (Qubee ) বিশাল বিজ্ঞাপণ দিয়েছে । প্রতিটা প্যাকেজের মূল্যই পুণর্নিধারণ করেছে তারা, সাথে বাড়িয়েছে ডাউনলোড লিমিটও। তো কেন এই “বোধোদয়” হল ওনাদের হঠাৎ? বাংলা লায়ন তো আসেনি তখনো যখন কিউবি তাদের কার্যক্রম শুরু করেছে, ভেবেছিলো আসার আগ পর্যন্ত ফাঁকা মাঠে একাই গোল দেবে! কিন্তু সে আশায় বোধকরি গুড়েবালি পড়েছে শুনেছি উচ্চমূল্য আর সে তুলোনায় নিতান্তই কম ডাউনলোড লিমিট এর কারণে তাদের বেচাবিক্রি তাদের আশার ধারেকাছেও হয় নি এদিকে সম্প্রতি বাংলা লায়ন তাদের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে । প্রতিযোগী পুরোদমে মাঠে নামার আগেই তাই এবার কিউবি চাচ্ছে নিজেদের কানেকশন টা যতোটা সম্ভব গছিয়ে দিতে! কিউবির এখনকার মূল্য তালিকা নিম্নরূপঃ Qubee 256 - 256 Kbps (32 KBps) - 5 GB - 1,250 Tk. Qubee 256 - 256 Kbps (32 KBps) - 8 GB - 1,550 Tk. Qubee 512 - 512 Kbps (64 KBps) - 10 GB - 2,250 Tk. Qubee 512 - 512 Kbps (64 KBps) - 15 GB - 2,750 Tk. Qubee 1Mb - 1 Mbps (128 KBps) - 20 GB - 5,250 Tk. Additional Usage: Tk. 0.15/MB **(1 KBps= 8 Kbps) বিজ্ঞাপণ অনুযায়ী মডেম এর দাম কমিয়ে করা হয়েছে চার হাজার টাকা (ওদের ওয়েবসাইটে এখনো সাত হাজার লেখা আছে) । কার্যক্রম শুরু করার এক মাসের ভিতরেই এরা দাম কমিয়েছে প্রায় ৪০%। এরা যে কি ভাবে পাবলিককে! আশা করি বাংলা লায়ন সংযোগ দেয়া শুরু করলে দাম আরো কমে আসবে। বাংলা লায়ন তো অনেক আগে থেকেই বলে আসছে ২৫৬ Kbps সংযোগ দিবে ৬০০ টাকায় । এখন দেখা যাক কি হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।