আমাদের কথা খুঁজে নিন

   

ইবনের জন্য শোকগাঁথা

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

[উৎসর্গপত্র] [ আমার এ কবিতাটি ইবনের জন্য। ইবন আর আমাদের মাঝে নেই। আশা করবো, কবি রাকিবুল ইবনের ব্লগ আর যেন বন্ধ না হয়। তাঁর অনুভুতির রাজ্য ক্ষুদ্র নয়। তাঁর কবিতা ও কবিত্ব আজ যেন আমাদের মাঝে এক প্রশ্নবোধক চিহ্ন একেঁ দিয়ে গেছে।

আমরা তাঁকে মুক্ত করে দিয়ে তাঁর কবিতাকে ধারন করবো হৃদয়ে। আমেন। ] ============================= বন্ধু তুমিও সামিল হলে মৃত্যুর মিছিলে। দেখ, আমরা তো অবোধ সাদা চোখে দেখি আর মদ গিলি টেবিলে টেবিলে.......। ঐ তো বিপ্লব দেখা আকাশের তারায় রঙিন স্বপ্নে দেবতারা হাত নাড়ায় এ মাটির গন্ধে তবু আমি ছিলাম তুমি ছিলে........।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।