আমাদের কথা খুঁজে নিন

   

৫৪৫ গাড়ি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাপান ছেড়ে আসা শেষ জাহাজ



৫৪৫টি গাড়ি নিয়ে জাপান থেকে আসা বিশেষায়িত গাড়িবাহী জাহাজ 'বাল্টিক লিডার' গতকাল সোমবার বিকেলে বন্দরের ৯ নম্বর জেটিতে বার্থিং (ভিড়ার অনুমতি) পেয়েছে। জাপানে সুনামির চার দিন আগে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করে। বন্দরের কর্মকর্তারা জানান, জাপানে সুনামির আগে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে দুটি গাড়িবাহী জাহাজ রওনা দেয়। এর মধ্যে গত সপ্তাহে একটি 'এশিয়ান লিডার' জাহাজে ৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি বন্দরে খালাস হয়েছে। গতকাল বাল্টিক লিডার জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়।

ব্যবসায়ীদের সংগঠন বারভিডার সাধারণ সম্পাদক আবদুল হামিদ শরীফ কালের কণ্ঠকে বলেন, দেশের তিন শ গাড়ির শোরুমে খুব বেশি গাড়ি নেই। বন্দরে থাকা গাড়িগুলোই আমাদের শেষভরসা। তবে জাপান যেভাবে সুনামি পরবর্তী পরিস্থিতি দ্রুত ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে, তাতে গাড়ি আমদানি করতে খুব বেশি সময় নাও লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি জাপানে সুনামির কারণে সে দেশের বড় গাড়ি কম্পানির উৎপাদনে ধস নেমেছে। সেখানে রিকন্ডিশন্ড গাড়ির চাহিদা বাড়ার পাশাপাশি গাড়ির নিলামও বন্ধ রয়েছে।

গাড়ি বহনকারী জাপানি শিপিং কম্পানি তাদের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। বন্ধ হয়ে গেছে জাপানের দুটি বন্দর। এ কারণে কবে নাগাদ দেশে আবার রিকন্ডিশন্ড গাড়ি আমদানি হবে, তা অনেকটাই অনিশ্চিত। এদিকে, গত সোমবার পর্যন্ত বন্দরের বিভিন্ন শেডে ২ হাজার ৯১৬টি গাড়ি ছিল বলে বন্দর সূত্রে জানা গেছে। বাল্টিক লিডার জাহাজ থেকে গাড়ি নামলে এ সংখ্যা দাঁড়াবে মোট ৩ হাজার ৪৬১টিতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।