আমি ভালো মানুষ চাই। জগতটা ভাল হোক সেটা আমি চাই। পৃথিবীর সবক`টি মানুষ ভাল হয়ে যাক তা আমি চাই।
আজ, প্রথম আলোর 'নকশা'র পাতাগুলি রেখে দিলাম হকার থেকে। পাতাটি ভাল লাগে তাই।
এতে দেখলাম, আষাড়ের খিচুরী। বাহারী সব খিচুরীর রেসেপি। দেখে জিভে পানি অনুভব করলাম। এমনিতেই আমি একটু রসনা বিলাশী। তার উপর বাহারী খাবারের যতসব রেসিপি।
লোভ সামলাতে পারলাম না। কেউ পারবে না। মনে হয়। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই ফেললাম। খেতে হবে খিচুরী।
যাকে বলে আষাড়ে খিচুরী। প্রিয় ব্লগীয় ভাই ও বোনেরা রান্না হচ্ছে। ঘ্রাণ ও পাওয়া যাচ্ছে। সবাইকে নেমন্তন। আসবে তো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।