আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগ "আমদের প্রগতির কি গতি"।

সত্য বল,সত্য ব,সত্য বল-সত্য ভেঙ্গ যাবেই গুঁড়িয়ে যাবে মিথ্যা অসত্য ! প্রান খুলে বল "সত্য"!

নবাগত ব্লগার হিসাবে একটু দুরু-দুরু ভাব আগে ভাগেই পাঠক দ্রষ্টাদের কাছথেকে উতসাহ কামনা করছি। আমদেরকে মিডিয়ার মাধ্যমে যা কিছু গেলানো হচ্ছে তা কি অদৌ মানবিকতার বিকাশে সহায়ক? যেমন "ক্ষুদে গান রাজ", পোষাক শিল্প শ্রমিকদের গানের প্রতি যোগিতা,সহ ইত্যাকার যত কার্যক্রম চলছে তা কি উন্নয়নে সহায়ক বা প্রকৃত অর্থে মানবিক বাস্তবতার পক্ষে ? যদি তাই হয় তা হলে কতটা ? দীর্ঘ যুদ্ধে বিধ্বস্ত ভিয়েত নাম থেকে ও আমাদের কে খাদ্য আমদানির কথা ভাববতে হয়।তারা ধংস্তুপে কি এমন অদ্ভুত প্রতি যোগিতা করে বিস্বের নাম করা ব্রান্ড প্রডাক্ট করছে ?( বিনোদন বা গান শেখাকে উতসাহিত করাকে খাট করার মানষে এসব বলছি না ।) এমন হাজার দৃষ্টান্তের মধ্যে সম্প্রতি জাপানের ভয়া বহ প্রকৃতিক বিপর্যয় তারা কি ভাবে মোকাবিলা করছে ? উতপাদনে প্রতিটি কর্ম্মির জীবন বোধ আর জীবন উন্নয়নের স্বার্থে কি এই অনুষ্ঠান গুলোকে সহায়ক ? আমি ঠিক বুঝে উঠছি না । আয়ু নিয়ে এত চিন্তা নেই ।চিন্তা হল >জীবন পাইলাম কই,? এই ডাই কি আয়ুর বলন (Extant)? এই খানেই কি ষেশ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।