মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে
লালন মেলার কিছু দৃশ্য!কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন শাহের মাজারে চলছে ফকির লালন স্মরনোৎসব-সেখানে গিয়ে যা দেখলাম তা ভাষায় বর্ননা করা অসম্ভব!মদ-গাঁজা-জুয়া আর নারী পুরুষের রঙ্গলীলা,গাঁজার ধোঁয়ার গন্ধে দম বন্ধ হবার উপক্রম।তারই কিছু চিত্র আমার মোবাইলে ধারন করা।এমন কিছু ছবি আছে যা ব্লগে দিতে আমার রুচিতে বাঁধে-তাই সেগুলো দিতে পারলাম না। অবাধে গাঁজা বিক্রী হচ্ছে, হাজার হাজার নারী-পুরুষ করছে গঞ্জিকা সেবন! লালন মেলা পরিনত হয়েছে গাঁজার মেলায়। ভাব আসরের ভাবুকে-রা। এরা সবাই রাজা-গাঁজা খেয়ে গাঁজার রাজত্বে! একতারা-দোতরা। চলছে অবাধ বিকি কিনি...যেনো দেখার কেও নেই! প্রশাসনের সামনেই চলছে এই গাঁজার হাট! দেখে মনে প্রশ্ন জাগে,দেশে কি মাদক ক্রয়-বিক্রয় উন্মুক্ত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।