আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক মো: আরিফ চৌধুরী



কথা প্রসঙ্গে সহকর্মীকে বললেন ভদ্রলোক : আমার জস্ম কিন' শহরে নয় - একটি অজপাড়া গায়েঁ । বিশ্বেস করবেন আমি আমার জন্ম স'ানকে আজো ভুলিনি । আপনার জন্ম স'ান কোথায় । সহকর্মী বললেন : একটি হাসপাতালে । ভদ্রলোক : অবাক বিস্ময়ে বললেন : সর্বনাশ ।

তখন কি হয়েছিল আপনার । প্রথম সহকর্মী : বলতে পারেন , কোন জিনিসটা মানুষ নিজের কাছে না রেখে অন্যকে দেওয়া বেশি পছন্দ করেন এবং একের পর এক দিতে পারেন । দ্বিতীয় সহকর্মী : উপদেশ দ্ব প্রাথমিক চিকিৎসা সর্ম্পকে বক্তৃতা দেবার পর ডাক্তার এক ছাত্রীকে জিজ্ঞাস করলেন : এবার বলো পনিতে ডোবা কোন লোকের চিকিৎসা করতে হলে তুমি কি করবে । ছাত্রী বললো : প্রথমে পানিথেকে ওকে বের করতে হবে , স্যার । তার পর ওর মধ্যে থেকে পানিটা বের করতে হবে ।

্ম কয়েকদিন স্কুলে যাওয়ার পর ছোট ছেলেটিকে জিজ্ঞাস করলেন তার বাবা এই স্কুল কেমন সুমন । ছেলেটি : খুব ভালো বাবা মজার মজার টিফিন দেয়। বাবা : ছেলের বাবাদের মাথা খাচ্ছে , ছেলেদের ভালো টিফিন খাওয়াবেন না । ছেলেটি : কি বলছো বাবা বাবা : কিছু না । তোদের ক্লাস টিচার কেমনরে ? ছেলেটি : ভালো কিন' কথা একদম ঠিক নাই ।

এক বার বলে ৭ আর পাচেঁ ১২ । আর একবার বলে ৬ আর ৬ বারো । এক বার বলে আট আর চরে বার । বাবা : (হসে ) নয় আর তিনে বার বলেনি । ছেলেটি : না বাবা ।

মনে হয় এতোটা মাথা এখনো খারাপ হয়নি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।