আত্মমাঝে বিশ্বকায়া, জাগাও তাকে ভালোবেসে
আজ মঞ্চকুসুম শিমূল ইউসুফের জন্মদিন। বাঙলা মঞ্চের এই প্রতিভাময়ী অভিনেত্রীর ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে কবি বেলাল চৌধুরী একটি কবিতা লিখেছিলেন। এখানে সেই কবিতাটি উন্মোচিত হলো।
শিমূল বন্দনা
বেলাল চৌধুরী
গৌড়জনবাসী আমরা কাল নিরবধি আনন্দ জোয়ারে
ভাসিয়া, উড়িয়া যাইতে যাইতে একী জীবন-গাথা নেহারি
অত্যাশ্চর্য এক রূপান্তরে আসিয়া দাসী বিনোদিনী
মঞ্চোপরি প্রস্ফুটিত শতদলে বিকশিত শিমূল একাই
এক তুমুল উজ্জ্বল উদ্ধার-অভিনয়ে গরবিনী;
যেমন বিপুল ঠাটে তেমনই দাপিয়ে, কাঁপিয়ে মঞ্চ তোলপাড়
কুসুমে কুসুমে চরণচিহ্ন আঁকিয়া
আসিলাম দেখিলাম এবং করিলাম জয় দর্শক-হৃদয় উজাড়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।