আমাদের কথা খুঁজে নিন

   

ফুটপাথের উপর কারেন্টের লাইন ও KAK-420 বিমানের গোলাবর্ষণঃ জনজীবন বিপন্ন

পোস্ট পইড়া ভাল লাগলে কম্পুর স্ক্রীন চাটবেন, কামে দিব...

চকবাজার-চট্টগ্রাম কলেজ এলাকায় গণিবেকারি টু গুলজার মোড় রোডের ফুটপাথ দিয়ে প্রচুর লোকের হাঁটাচলা। কিন্তু এই ফুটপাথের নেই কোন নিরাপত্তা। দুঃখজনক হলেও সত্য এই ফুটপাথের উপর দিয়ে হাঁটার সময় মানুষকে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হয়। ফুটপাথের উপর যে কারেন্টের লাইন আছে তার উপর বিপুল সংখ্যক KAK-420 জঙ্গি বিমান মহড়া দেয়, ক্রমাগত এই ফুটপাথের উপর গোলা বর্ষণ চলে। ফলে প্রায়ই এই রাস্তা দিয়া হাঁটার সময় মানুষ আহত হয় অর্থাৎ শরীর অপবিত্র হয়। এই সমস্যা পথচারীদের জন্য নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। ক্রমাগত মানুষ বিক্ষুব্দ হচ্ছে, ফলে যেকোন সময় তা গণআন্দোলনে রূপ নিতে পারে। অতএব এই মারাত্মক সমস্যার কথা বিবেচনা করে উক্ত এলাকার এই কারেন্টের লাইনটি অন্যত্র সরিয়ে জনজীবনে স্বস্তি এনে দেওার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এলাকাবাসীর পক্ষে- সাঈদ ওয়াসিফ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।