আমাদের কথা খুঁজে নিন

   

আদমশুমারী শেষ!!! কিন্তু আমাকে ত কেউ গনণা করতে আসল না!!! তবে কি আমি আদমই না?????

আমি কাল মেঘকে ভাল বাসি,কারন সাদা মেঘ শুধুই তারার দেশে ঘুরে ঘুরে ফ্যাসন করে কিন্তূ কাল মেঘ তার জীবনের অস্থিত্বকে হারিয়ে দিয়ে দুনিয়াতে বৃষ্টি দিয়ে ফসল ফলায় করে।

বড় দুঃখের সাথে জানাচ্ছি যে, গত ১৫-১৯ তারিখ আদমশুমারীর কাজ শেষ হয়ে গেল শুনলাম কিন্তু আমাকে ত কেউ গনণা করতে আসল না তবে কি আমি আদমই না?? আমি বাংলাদেশের নাগরিকত্ব হারিয়ে ফেলেছি? আমার পরিচিত কয়েকজনকে বিষয়টি বললাম অবাক হলাম তাদের কথা শুনেও তাদেরকেউ নাকি কেউ গনণা করতে আসে নাই। জানিনা আপনাকে কেউ গনণা করতে আসছিল কিনা।যেহেতু ঢাকাতে আমার গৃহ নাই তাই না হয় আমার গৃহ গননার দরকার নাই কিন্তু এস এ আদম হিসাবে আমিত ঢাকাতেই ছিলাম তবে কেন আমাকে কেউ গনণা করতে আসল না? তবে আদমশুমারীর নামে হইল টা কি??? কেউ কি একটু বলবেন এখন কি করা উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।