আমাদের কথা খুঁজে নিন

   

একমাত্র প্রচার স্বল্পতার জন্যই আদমশুমারী ভেস্তে যাচ্ছে?



দেশে চলছে ৫ম আদমশুমারী। প্রতি ১০ বছর পর পর এই আদমশুমারী শুরু হয়। কিন্তু এটা নিয়া সরকার এতো উদাসীন কেন? আদমশুমারী নিয়ে প্রচার প্রচারনা অনেক কম হওয়ায় অনেকেই এ ব্যাপারে গননাকারীদের সহযোগীতা করছে না। শহরের মধ্যে অনেকেই ভয়ে তাদেরকে বাসায় ঢুকতে দিচ্ছে না কিংবা কথা বলতে দিচ্ছে না। বস্তীবাসী এবং গ্রামের লোকজন এর প্রয়োজন না বুঝায় তারাও যথেষ্টে সহযোগীতা করছে না।

দেশে সালমান - শাহরুক আসলে যতটা প্রচার হয় আদমশুমারী নিয়া সরকার ততটাও প্রচার করেনি। সময় নির্ধারনেও সরকারের ছিল দুরদর্শিতার অবাব। ৫দিনের মধ্যে ৩ দিনই সরকারী ছুটি হওয়ায় বেশিরভাগ লোকই বিভিন্ন যায়গায় বেড়াতে চলে গেছেন। ফলে আদমশুমারীর সঠিক তথ্যে এর প্রতিক্রিয়া পড়বে, এমনকি তারা যেখানে বেড়াতে গেছেন সেখানে গননা হলেও। গননাকারীদের এমন কোন আইডেন্টি দেওয়া উচিত ছিল যা দেখে বাসার মহিলারা তাদের কে চোর/চিনতাইকারী না ভেবে সহযোগীতা করতে পারত।

অথবা গননাকারীরা কোন এলাকায় কাজ করতে গেলে সে এলাকার মুরুব্বী শ্রেনীয় কয়েকজন লোকজন (যাদেরকে এলাকায় অনেকেই চেনে) তাদের সাথে থাকা উচিত ছিল। এবং অবশ্যই প্রত্যেক বাড়ীর বাড়ীওয়ালা নিজ নিজ বাড়ির ভাড়াটিয়াদের সাথে গননাকারীদের সম্নয় করে দেওয়ার ব্যাবস্থা করা যেতে পারত। ??? কোন কাজটাই আমরা ভালভাবে করতে পারি???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।