আমাদের কথা খুঁজে নিন

   

ফরসা-কালো,লম্বা-বেঁটে,মোটা-চিকন সমাচার (জীবন থেকে নেয়া পোস্ট

:)

একদম সত্তি ...একটা কথাও বানানো নয়...। দিন যায় রাত আসে। কত কথা কানে এসে পৌছায় !!! কিছু মজার কিছু কষ্টের আবার কিছু বিব্রত করে মানুষকে...। সেদিন লক্ষ করলাম যে কেও ই সমালোচনার বাইরে না..... p.s :I love u...hihi...nana p.s: ইভ টিজিং ভেবে নিয়েননা কেও... ঃ)... ফরসা-কালো প্রথমে ফরসা নিয়েই বলি...। সাধারনত মোটামটি সবারই ধারনা যে ফরসা মাত্র ই সুন্দর ...এবার জানুন কিছু dialogues ফরসা মেয়েদের জন্নে ...।

আগেই বলেছি সব ই জীবন থেকে নেওয়া আর নিজের কানে শোনা ১। ঈশ!!!! এটাকে পুরা তেলাপোকা/ টিকটিকির মত লাগে!!!!!!! :p ২। আমি পূরা শিওর যে ওর সব রক্ত drakula খেয়ে ফেলসে ৩। অরে দেখলে মনে হয় কি একটা a4 পেজ ...সাদা কাগজ! ৪। white board রে তোর অই লমবা মাথার কেশ (হাহা)... ৫।

আচ্ছা এই গায়ের রঙ টা যদি না থাকত তাইলে অরে দেখাই যাইতনা!!!!! চেহারায় কিসুই নাই!!! ৬! দোস্ত ,ফরসা মাইয়াদের গায়ে গন্ধ হয়...আর দাত উঁচা ...বুঝলাম না কেন দোস্ত !!!! :o ৭। ফরসা মাইয়া বিয়া করবিনা । । খবরদার! এরা পুরা হিন্দি সিরিয়াল এর কমলিকার মত খাতারনাক!!!!! এবার কালো ... ১। ভাই কালো হওয়ার মত কষ্ট আর নাই ঃ(...।

মাইনশে কি বল্বে...আমি নিজেই টিয়া রঙের জামা পরলে মনটা চায় দৌড়ায় গিয়া খোপা করি (খোপা কেন ?আমার ছাগ্লি প্রশ্ন) ...। । আরেয় খোপা করে ঝারু দিব রাস্তায়...। পুরা মেথরানি লাগেরে বোন ২। ময়দার দাম বারসে ?? মাখস না কেন মুখে ঃ@... ৩।

ভাই অকে আমি রাতে দেখলে ফিট খামু ভাই...সত্তি বলতেসি ... ৪। তোকে কোন ছাগল সাদা জামা কিনতে বলসেঃ@ঃ@...। যা এই জামা পরে বটগাছে ওঠ ঃ@ঃ@... ৫। কালিমা এস পেন্নাম করি তোমায় ...পরিখখা যেন ভাল দেই...। ৬।

কাল্লুউউউউউউউউউউউউ ...। তুই কাল্লু হইলেও কাল্লু লাগেনাঃ) কাওকে কষ্ট দেবার জন্নে লিখিনি...। আমি নিজে মোটা আর কাল্লু কিন্তু এগুল শুনলে আমার কশ্ত হয়নি । । মজা পেয়েছি...হিহি করে হেসেছি...।

। কারন আমি জানি এগুল নেহাট মজার জন্নে বলা...। কিন্তু অনেকেই কিন্তু ইছছা করে মানুশ কে hurt করে...করিওনা...। ঃ@ঃ@ গ্রররররররররর......no one is perfect বুঝছ??????ঃ)... আজ এই পর্যন্তই ...। পরের গুলো পরে লিখবঃ)



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।