"আমি মুক্তিযুদ্ধ করেছি, এদেশের জন্য রক্ত দিয়েছি.,
তোর সরকারের কাছে আমার অস্র জমা দিয়ে ছিলাম,
কিন্তু দেশ স্বাধীন করতে পারিনি, তোর সরকারকে বল আমার অস্র আমাকে দিতে, আমি আর সহ্য করতে পারছিনা, আমার রক্ত টগবগ করে, আমার রক্তে আগুন জ্বলে, আমি আবার যুদ্ধ করতে চাই"
আমাদের গ্রামের দাদা বীর মুক্তিযুদ্ধা সাইদুল হক আমাকে ডেকে বললো কথাটি,
আমি যেন হঠাত্ নির্বাক হয়ে গেলাম, বাক শক্তি হারিয়ে পেললাম । লক্ষ করলাম শরীরের লোম গুলা একে একে দাড়িয়ে গেল । বুঝতে পারলাম না এ মর্হূতে আমার কি বলা উচিত ।
লাক্ষ শহিদের রক্তে কেনা এটা আমাদের সেই স্বাধীনতা হতে পারেনা ।
বাংঙালিদের কপালে যারা অনির্বায মৃত্যুর দাগ দিয়ে ছিল সেটে, যারা এদেশে গনহত্যা করেছিল, মা বোনদের আমাদের সামনে দিয়ে টেনে হিছড়ে নিয়ে যেত কিছু এদেশি নরপশু, আতঙ্কে ছিল জনপদ, লোকালয়, ঘর বাড়ি ।
চারিদেকে আগুন, স্তব্দতার ভিতী যখন ছিল পুরো বাংলায়...
ঠিক তখনি রক্ত জলে আগুন মেখে জাপিয়ে পড়ে এদেশের সেই সোনার ছেলেরা । মৃত্যর ভয়কে করেছিল তুচ্ছ এক ফানুশ । দেশ, দেশমাত্রিকা, বাঁচাতে কি সাহসি হয়ে ছিল সে দিন টগবগে তরুন, কৃষক, বৃদ্ধ, ছাত্র, কত কন্যা, জায়া, জননী ।
না পারেনি সেদিন কেউ রুখতে তাদের, রক্ত নদীতে জয়ের নৌকা ভেসেছিল, ভাসিয়েছিল । মানেনি হার কোন নরপুশু কিংবা শকুনের কাছে ।
আমাদের দিয়েছিল রক্তিম স্বাধীনতা, মা, লাল সবুজে খচিত মানচিত্র ।
"সে মানচিত্রে আজো শকুনের থাবা কেন?"
এ প্রশ্নের জবাব আমি কার কাছে চাইবো?
উত্তর কোথায় পাবো?
আবার যেন সেই ৭১, চারিদিকে হাহাকার, ৭১এর পরাজিত কুত্তারা আজ আগুনে পুড়ায় আমাদেরই ভাইয়ের বাড়ি-ঘর ।
প্রবল প্রতিবাদি স্লোগান, বিদ্রহের গান, আবৃতিকে অস্র বানিয়ে আজ শাহবাগ সহ দেশের তরুন প্রজন্ম সেই ৭১এর চেতনাকে বুকে ধারন করে, আবারো গর্জে উঠলো বাংলাদেশে । শুর হলো আবার যুদ্ধ, মুক্তির যুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ ।
চোখে মুখে রক্ত আজ সেই তরুনের, তরুনির ।
যারা কখনো যায়নি মিছিলে, বুঝেনি কখনো রাজনীতির মারপ্যাচ । আজ সেই চেতনাকে পুজিঁ করে জয়ের আন্দলনে সবার একটাই দাবি ফাঁসি চাই, ফাঁসি চাই ।
প্রদিপ্ত যুবক আজ আর ঘরে বসে নেই, মুক্তি আর জয়ের নেশায় চোখে মুখে আগুন । জয় নিয়ে তবেই ঘরে ফিরবে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।