দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।
এটাও বেশ কয়েক বছর আগে দেখা মুভি। অনেক দিন থেকে খুজছিলাম সংগ্রহে রাখব বলে। আজ পেয়ে গেলাম। তারপর ভাবলাম, মুভিটার ব্যপারে সামুকে কিছু জানানো যাক।
পল ওয়াকার (ফাস্ট এন্ড দ্য ফিউরিয়াস) একজন পেটি অপরাধী, যার দায়িত্ব হল অপরাধী দলের হয়ে টুকটাক এটা সেটা কাজ করা। তাকে তেমন গুরুত্ব দেয়া হয় না দলে।
এদিকে তার একটা ছেলে ও স্ত্রী সহ পরিবারও আছে। তার কাজ কর্ম এবং সেটাকে ঘিরে তার পরিবারে নানা টানাপোড়ন চলতে থাকে সবসময়েই। কিন্তু এর মধ্য দিয়েও তাদের মাঝে ভালবাসাটাকে অনুভব করা যায়।
পল ওয়াকারের অনেক গুলো কাজের একটা হল, দল যেসব খুন করে, সে সব খুনের অস্ত্র তাকে ফেলে দিয়ে আসতে হয় কোন নিরাপদ জায়গায়। প্রমান লোপাট করার জন্য। বেশিরভাগ সময়েই তাদের স্থান হয় নদীর গভীরে।
কিন্তু কে জানে কেন, ওয়াকার এই অস্ত্র গুলো লুকিয়ে রাখে নিরাপদ জায়গায়।
তার ছেলে এবং ছেলের বন্ধু এই অস্ত্র লুকিয়ে রাখা দেখে ফেলে একদিন।
ছেলের বন্ধু, ওলেগ, এখান থেকে একুট অস্ত্র সরিয়ে নিয়ে খুন করে তার অত্যাচারী সৎ বাবাকে।
এরপরে চারদিকে উঠে ঝড়। কোথা থেকে এল এই অস্ত্র? এটাতো নষ্ট করে ফেলার কথা। দল লেগে যায় পলের পিছে।
চমৎকার একটি প্যাচ কষে ছবি শেষ হয়।
বেশ লেগেছে ছবিটা। ট্রাই করে দেখতে পারেন।
টরেন্ট লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।