আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ, প্রশ্নবিদ্ধ তারুন্যে ।

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই । তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই । অবিচারের প্রতিবাদে, ন্যায় প্রতিষ্ঠার দাবীতে শাহবাগে গণজমায়েত ; তারুন্যের শক্তিতে । তারুন্যের বিস্ফোরনে, ছাত্র-জনতায় ঐক্যে- অন্যায় দূরীভূত করে, সত্য প্রতিষ্ঠায় লক্ষ্যে । সেই সত্যের, তারুন্যের গণজাগরন আজ প্রশ্নবিদ্ধ ; উৎপেতে থাকা হায়েনার ভয়াল-থাবা তলে, এই যুদ্ধ ।

বিভক্ত জাতি-লুপ্ত সম্প্রীতি, ঘৃনার বিষবাষ্প ধারনে ভালবাসা ছুঁড়ে-অনৈক্যের চাদরে, আজ যুদ্ধের ময়দানে । অন্যায়-অসত্যে-অবিচার, অবিরাম অপমান মানবতার নিরলস নিগৃহীত সভ্যতা, মিথ্যার অট্টহাস্যে সত্যের ধিক্কার ; মুখ বুজে সয়ে যায়, গণজাগরন কোথায় হারায় ! ধিক পৌরুষত্বে, অবনমিত শিরে তারুন্যে স্তব্ধ অবলীলায় । গনহত্যা সংজ্ঞায়িত, নানা রুপে নানা মুখে মতাদর্শ মতে বলি জনতা, নর্দমাযুক্ত নোংরা দূর্গন্ধময় চক্রান্তে মেতে । খুনের নেশায়, রাজনীতির ঘৃন্য-জঘন্য কৌশলে বলিদান মানবতার ; নিশ্চুপ তারুন্যে ভীরুতার মায়াজালে । বিষাক্ত কীট সমতুল রাজনীতিকদের অঙ্গুলি হেলনে, প্রশ্নবিদ্ধ তারুন্যে, ধিকৃত তারুন্যে মাঠে-ঘাটে চা-দোকানে ।

_________________##########__________________ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.