জীবন একটাই, সবাই সাফল্য পাক।
এই নিয়ে আগে এই পোস্টটা দিয়েছিলাম।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়ার বিদ্রোহীদের রক্ষায় কঠেোর সামরিক ব্যবস্হা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রস্তাব পাশ হয়েছে। যে কান্ডগুলো সাথে সাথে ঘটলো-
১।
এয়ার এটাকের জন্য ব্রিটেন ও ফ্রান্স ভূমধ্যসাগরে রনতরী মোতায়েনের ঘোষনা দিয়েছে। ব্রিটিশ রনতরীগুলো কিছুক্ষনের মধ্যেই রওয়ানা দিবে। ব্রিটিশ টাইফুন ও টর্নেডো জংগী বিমান ও ফ্রেন্চ মিরেজ বিমান এই এটাকে অংশ নিবে।
টাইফুন
টর্ণেডো
মিরেজ
পালের গোদা এমেরিকা কিছু না বললেও তাদের রনতরী অলরেডী ঐ এরিয়ায় আছে।
২।
ঐদিকে গাদ্দাফী একতরফা যুদ্ধবিরতি ঘোষনা দিয়েছে। তার ছেলে বলেছে তারা ভীত নয়(পাগলে কি না কয়)। গাদ্দাফী এখন সাদ্দামের মতো পাগলাটে কথা না বললেও...... লাভ নাই। তীব্র এয়ার এটাক শুরু হবে!
লিবিয়া দখল হবে, এমেরিকা তেল খাবে; এইটা শিওর। এখন কথা হচ্ছে গাদ্দাফীর ভাগ্য কি হুবহু সাদ্দামের মতো হতে যাচ্ছে!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।