দৈনিক আমাদের সময় পত্রিকা আজ বিবিসি'র উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে যে, বাহরাইনে রাজতন্ত্র ও স্বৈরাচার বিরোধী বিক্ষোভকারীরা হচ্ছে শিয়া এবং তারা বাংলাদেশী শ্রমিকদেরকে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেয়ার জন্য ভীষণ চাপ দিচ্ছে। পত্রিকার ভাষ্য মতে বাহরাইনে বসবাসরত বাংলাদেশিরা হচ্ছে সুন্নি তাই তারা এখন খুবই বিপদের মধ্যে রয়েছেন।
দৈনিক আমাদের সময়ের এই রিপোর্ট যে সম্পূর্ণ ভুল এবং উদ্দেশ্যপ্রণোদিত তা বিবিসি এবং রেডিও তেহরানের খবর পড়লে পরিস্কার হয়ে যাবে। বিবিসি'র খবরে স্পষ্ট করেই বলা হয়েছে, বাংলাদেশিদেরকে বিক্ষোভকারী শিয়ারা মিছিলে যেতে বাধ্য করছে না,বরং সরকারপন্থীরা বাংলাদেশী শ্রমিকদেরকে সরকারের পক্ষে মিছিলে যোগ দিতে চাপ দিচ্ছে। (সূত্র দেখুন)
অপর দিকে রেডিও তেহরান খবর দিয়েছে, সরকারপন্থীরা তাদের মিছিলে লোকসংখ্যা বাড়ানোর জন্য কিছু বাংলাদেশিকে দায়িত্ব দিয়েছে।
নেতা গোছের এই বাংলাদেশিরা সাধারণ শ্রমিকদেরকে সরকারপন্থিদের মিছিলে যোগ দিতে চাপ দিয়ে যাচ্ছে। (সূত্র দেখুন)
তাহলে আমাদের সময় কেন এই বিভ্রান্তিকর খবর প্রচারের দায়িত্ব গ্রহণ করেছে? এই দায়িত্ব তো নেয়ার কথা রাজতন্ত্রের অতন্ত্র প্রহরী দৈনিক সংগ্রাম ও নয়া দিগন্তের! এর উত্তর দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত একজন সচিব। তার মতে মধ্যপ্রচ্যে এখন সাম্রাজ্যবাদি আমেরিকা এবং যায়নিষ্ট ইসরাইলের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে শিয়ারা। আরব রাজাদের আতঙ্কের কারণও ইরান ও মধ্যপ্রাচ্যের শিয়ারা। ফলে মিশরের পর বাহরাইন ও সৌদী আরবে যে গণজাগরণ শুরু হয়েছে তাতে রাজাদের শাসন যেমন হুমকির মধ্যে পড়েছে তেমনি মার্কিন ও ইসরাইলী স্বার্থও বিপন্ন হওয়ার মুখে পড়েছে।
ফলে রাজতন্ত্র , ইহুদীতন্ত্র এবং সাম্রাজ্যবাদ এক হয়ে নেমেছে শিয়াদের বিরুদ্ধে। তারা চায় শিয়া-সুন্নি সংঘাত শক্তিশালী করা সম্ভব হলে এ যাত্রায় পার পাওয়া যাবে।
আমাদের সময় পত্রিকাটি ইসরাইলের মুখপাত্র হিসেবে কাজ করে। কাজেই তারা এ সম্পর্কে বিভ্রান্তিকর খরব ছাপিয়ে বাংলাদেশের সুন্নি মুসলমানদেরকে উত্তেজিত করার চেষ্টা করবে –এতে অস্বাভাবিকতার কিছু নেই।
নয়া দিগন্ত ও সংগ্রাম এখনো এক্ষেত্রে মিশন নিয়ে নামে নি তবে নামবে, সময় হলে তারাও এই মহতি দায়িত্ব পালনে ব্রত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।