উচাটন মন...
মধ্যপ্রাচ্যের ছোট একটি দ্বীপ রাষ্ট্র বাহরাইন । এখানে প্রায় ১লাখ ২০ হাজার বাঙ্গালীর বসবাস । অত্যান্ত সমৃদ্ব , শান্ত, উন্নত জীবন ধারা,এবং দেশটির নয়ানাভিরাম সুন্দর্য যে কাউকেই আকৃষ্ট করতে যথেষ্ট। এখানকার উন্নত সুযোগ সুবিদার কারনে বাংলাদেশী অনেক ব্যাবসায়ী বড় বড় ব্যাবসা প্রতিষ্টান এর মালিক ।
গর্ব করার মত অনেক বড় রেঙ্কের চাকুরীজীবি,ব্যাঙ্কার,ব্যারিষ্টার, ডাক্তার,প্রফেসার,ইত্যাদি পেশাজীবিদের সমন্ময়ে আমাদের বসবাস।
কিন্তু মধ্যপ্রাচ্যের ধারাবাহিক বিপ্লবের ধারাবাহিকতায় আজ আমরা বাঙ্গালী রা অত্যান্ত বিপদজনক পরিস্থিতি ও উ কন্টার মধ্যে দিন কাটাচ্ছি। জানিনা কখন কি হয়ে যায়? রাস্তাঘাটে সবজায়গায় চলছে আন্দোলনের নামে মারপিট,আক্রমন। বাহরাইন এর রাজধানী মানামা তে কাল যে তান্ডব চালানো হয় তা বর্ণনা করার মত নয়। সরকার বিরোধিরা সন্ধ্যা ৭ টার সময় তরবারী,রড়,কাঠের টিম্বার নিয়ে শুরু করে তান্ডব-ভাংচুর করে বাঙ্গালীদের গাড়ি, দোকান পাট,লুটপাট করে নি:শ্ব করে অনেক কে। কাঠের টিম্বার এর আঘাতে মারা যান একজন বাঙ্গালী ।
দু'জন মারাত্নক আহত হন ছুরিকাঘাতে। বিভিন্ন জায়গায় আরো অনেকেই আহত ওদের বর্বরচিত আক্রমন এর স্বীকারে।
এই মাত্র খবর পেলাম মানামায় আবার ওরা মারদাঙ্গা শুরু করেছে...
জানিনা কখন কি হয় ??!! প্রিয় দেশবাসী ও ব্লগার বন্ধু গন ,সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লীজ।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।