হতে পারো তুমি আমার হ্রদয়ের রানি
হতে পারো তুমি মন মোহনি
হতে পারো তুমি আমার একমাএ চাওয়া
কিনতু তুমি জা করলে তা কি ভুলা যাবে
যাবে কি ভুলা সে কসটের কথা
সে াপমানের কথা
যা তুমি আমায় উপহার দি্য়েিছলে
এ হ্রদয়ে আজ তোমর জননো ভালবাসা নেই
আছে শুদু ঘৃণা
শুনে কি তোমার োবাক লাগছে
জানতে ইেচচ হচচে কেন
এর উওর তোমায় আমি দিব না
যা তুমি শুনতে চাও নি
তা শুনতে পাবে না কখনোই
শুদু বলতে চাই এ হ্রদয়ে
তোমার জননো ভালবাসা নেই
আছে শুদু ঘৃণা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।