আমাদের কথা খুঁজে নিন

   

রয়টার্সের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মির সাইবার আক্রমণের শিকার হল ব্রিটিশ মালিকানাধীন সংবাদ সংস্থা থমসন রয়টার্স কর্পোরেশনের টুইটার অ্যাকাউন্ট। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সমর্থনে আন্দোলনের অংশ হিসেবে গ্রুপটি দফায় দফায় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক করেছে।
সাম্প্রতিক ওই হ্যাকিংয়ের আগে এপ্রিলে গার্ডিয়ান, এপি এবং সিবিএস এর অ্যাকাউন্ট হ্যাক করা হয়। মে মাসে ডেইলি টেলিগ্রাফ এবং দ্য ফিনান্সিয়াল টাইমস একই ধরনের আক্রমণের শিকার হয়।
হ্যাকিংয়ের ঘটনা বেড়ে যাওয়ায় টুইটার ইতিমধ্যে বিশ্বের নামকরা মিডিয়াগুলোর অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য কাজ করতে শুরু করেছে। র‌্যাপিড অ্যাকশন টুলসের মাধ্যমে দ্রুত হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুণরুদ্ধার করবে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
২০১১ সালে সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি আসাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সাইবার অপরাধ শুরু করে। ধারণা করা হচ্ছে সাইবার অপরাধগুলোর দুবাই থেকে পরিচালনা করা হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণও করছে সিরিয়ান সরকার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।