আমাদের কথা খুঁজে নিন

   

বাহরাইনের জনগণের শান্তিপূর্ণ মিছিলে নির্মম হামলার কিছু দৃশ্য (১৮+) (যারা বিভৎস ছবি দেখতে অভ্যস্থ নন, তারা এ ছবিগুলো দেখা হতে বিরত থাকুন।)



বাহরাইনের স্বৈরাচারী সরকার দীর্ঘদিন যাবত এদেশের জনগণের উপর নির্মম অত্যাচার চালিয়ে আসছে। শাসক পরিবার আলে খালিফার অত্যাচারে অতিষ্ট হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ন্যায় এদেশের জনগণও সংস্কারের দাবীতে শান্তিপূর্ণ মিছিল করে। এবং কোনরূপ সহিসংতা ও বিশৃংখলা সৃষ্টি ছাড়াই এদেশের রাজধানী মানামা'র পার্ল স্কয়ারে অবস্থান ধর্মঘট পালন শুরু করে। কিন্তু স্বৈরাচারী শাসকগোষ্ঠী জনগণের দাবী না মেনে তাদের উপরে বিভিন্নভাবে হামলা চালাতে থাকে। পরবর্তী জনগণের দৃঢ় মনোবলের কাছে ব্যর্থ হয়ে সৌদি আরবসহ অন্যান্য দেশের নিকট সাহায্যের হাত বাড়ায়।

'চোরে চোরে মাস্তুতো ভাই' এ প্রবাদের মান রাখতে সৌদি আরব, আমিরাত, কাতারসহ অন্যান্য দেশ বাহরাইনের জনগণকে দমন করতে সৈন্য প্রেরণ করছে। দুঃখজনকভাবে মুসলিম একটি দেশের জনগণের উপর এতবড় অত্যাচার চাপিয়ে দেয়া হচ্ছে কিন্তু আমাদের দেশের পত্র পত্রিকাগুলো রহস্যজনকভাবে নিরবতা অবলম্নব করেছে। কখনো বা দায় সারা মত কিছু খবর ছাপায়। বাহরাইনী জনগণের উপর নির্মম অত্যাচারের কিছু দৃশ্যের ছবি নিম্নে দেয়া হল। যা খুবই ভয়ংকর এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, বাহরাইনী জনগণকে দমন করার জন্য রাবার বুলেট বা টিয়ার শেল ব্যবহার না করে ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

পাঠক মহোদয় নিম্নের ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে, তারা কতটা পৈশাচিকভাবে হামলা চালিয়েছে। দুঃখিত আমি ছবি আপলোড করতে পারি না। নীচের লিংক হতে ছবিগুলো দেখতে পারবেন। লিংক: http://abna.ir/data.asp?lang=11&id=231856 বি:দ্র: যারা বিভৎস ছবি দেখতে অভ্যস্থ নন, তারা এ ছবিগুলো দেখা হতে বিরত থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।