আমাদের কথা খুঁজে নিন

   

মাইনাস বাটন ফিরিয়ে আনা হোক

পোস্ট পইড়া ভাল লাগলে কম্পুর স্ক্রীন চাটবেন, কামে দিব...

একসময় সামুতে মাইনাস বাটন ছিল, তখন ব্লগাররা কি চমৎকার মাইনাস মারত, দেখলেই মন ভরে যেত! মাইনাস বাটনবিহীন সামু এখন অনেকটা তথাকথিত সগৌরবে দাঁড়িয়ে থাকা গোঁড়াহী- বটবৃক্ষের(!) আগার মতই। আমাদের এই সামুর প্রধান আকর্ষণই ছিল মাইনাস, কে কয়টা মাইনাস খাইতে পারে সেইটাই ছিল পাবলিকের প্রতিযোগিতার বিষয়। অথচ এখন মাইনাস বাটন বিলুপ্ত হয়ে গেছে, তিপ্পান্ন কিছিমের বাইক্কা কথাবার্তার সাথে পৌনে একশ প্রকারের আজাইরা গল্প লিখি মাইনাস পাবার আশায়, কিন্তু হায়!!! কুন মাইনাস নাই!!!! মাইনাস বিহীন পোস্ট দেখলে আমার 'কইলজায়' রক্তশুন্যতা দেখা দেয়!! শুধু আমি কেন, সামুতে এমুন আরও অনেক ব্লগার আছেন যারা মাইনাস না খাইলে ব্লগ চিবাইতে পারেন না। মাইনাস তাদের জন্য পাকস্থলীতে পোস্ট পরিপাকের সময় উৎসেচক হিসেবে কাজ করে। অতএব মডুদের প্রতি আমার আকুল আবেদন, দয়া করে মাইনাস পুনরায় যুক্ত করে সামুর হারানো সৌন্দর্য ফিরিয়ে আনবেন। অন্যথায় আমরা বাংলার রাজপথে লগি-বৈঠা নিয়ে নামতে বাধ্য হব। সামুব্লগ জিন্দাবাদ......আআ থুক্কু, জয় সামু-জয় মডু ভাই(আওয়ামী লীগের ট্রেডমার্ক টা ভুইল্লা গেসিলাম তো, মাফ কইরবেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.