আমাদের কথা খুঁজে নিন

   

*মুর্শিদের বাণী*

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)

ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিম *মুর্শিদের বাণী* 1- যত অল্পে তুষ্ট থাকবে, ততই মানসিক স্বাধীনতা ভোগ করতে সক্কম হবে। 2- ক্রোধ মনুষত্বের আলোক শিখা নিরবাপিত করে দেয়। 3- আজকের কাজ আগামীকালের জন্য ফেলে না রাখাটাই প্রকৃত কর্মী পুরুষের পরিচায়ক। 4- আদবই তাছাউফের মুল বস্তু মানে পুঙ্খানুপুখরুপে কোরআন ও হাদিসের রীতি-নীতি অনুসরণ করাই প্রকৃত দরবেশী। 5- এই তিনটিকে পবিত্র রাখুন-শরীর, পোশাক ও আত্মা।

6- টেস্ট করে দেখ অনেক মানুষই বিষধর জন্তুর চেয়ে কম হিংস্র নয়। 7- হামেশা জেকের ব্যতীত আল্লাহ্‌র নৈকট্য কেউ লাভ করতে পারেনা। 8- মুখ যদি ঠিক হয়ে যায় তবে আত্মা ও সংশোধন হয়ে যায়। 9- ক্রোদের সর্বোত্তম চিকিতস্যা হচ্ছে নিরবতা। 10- তিনটি বস্তুই প্রকৃত সম্পদ।

বিদ্যা,ভদ্রতা এবং এবাদত। 11- মানুষের সঙে কথা কম বলে সৃষ্টিকর্তার সঙে বেশি কথা বলার চেষ্টা কর। 12- মহব্বতের সহিত মুর্শিদের চেহারা মুবারক দর্শনে পাপ মোচন হয়। 13- এমন এবাদত কর যা দ্বারা আত্মিক সাধ আনুভব করতে পার। দুনিয়ার জীবনে যে এবাদতে স্বাদ নাই আখেরাতে তা দ্বারা কতটুকু ফায়দা হবে।

14- সব কিছুরই স্বাভাবিক পরিবর্তন আছে। কিন্তু সভাবের কোন পরিবর্তন হয় না। 15- বুদ্ধিমানের সংসারি জীবন বোকার দরবেশীর চেয়ে উত্তম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।