যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।
কেহই করে বেচাকেনা কেহই কান্দে
রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে
হৃদের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা
ভাঙতে হবে ঘরের চাবি পুঁতি যদি তারে,
কাটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জরজর।
কাদিস না আর বসে বসে পথের ধারে।
রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে।
মুর্শিদেরই নামটি ধরো নিজের ঈমান ওজন করো
বিসমিল্লাতে চাপা রাখো হৃৎপিন্ডের ভিতরে।
দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে
সাথে থাকলে মন মহাজন কিনা হইতে পারে।
কেহই করে বেচাকেনা কেহই কান্দে
রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।