অর্বাচীনের প্রতি
===============================
বাস্তবে, ক্যাডারদের কাছে তাদের লিডারেরা বা পোষকবাপেরা (গডফাদারেরা) বন্দি। পোষকবাপেদের ভারাক্রান্ত নড়বড়ে অভিশপ্ত ঘাড় ক্যাডারদের কীর্তিকলাপের কোনো দায়ভার বহন করতে পারে না, তবে যে-কেউ কারো মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে চাইলে, তার জন্যে পোষকবাপের মাথার চে’ সহনশীল নমনীয় মাথা এ-জগতে দ্বিতীয়টি নেই। কিন্তু, এখানে সিনেমাতেও যদি তা’ দেখাতে চায় কেউ, তার সিনেমাটা বাণিজ্যসফল হবে না। বাণিজ্যই যেখানে প্রাথমিক লক্ষ্য, আর মিথ্যাচারেই যেখানে বেশি মুনাফা হয়, সেখানে কাহিনীচিত্রটিকে সত্য থেকে যত দূরে রাখা যায় লাভের হারটা ততটাই বাড়ে। ‘জনগণ’ মানে ক্ষমতাহীন নিরীহ নির্বোধ কিছু প্রাণী, কিম্বা ‘দলোনেতাদের অঙ্গুলিহেলনে সন্ত্রাসীরা উঠে-বসে’ -এমন ধারার প্রকাশনার কাল্পনিক চিত্রনাট্যগুলোই বাজারে বেশি কদর পায়।
আপনি নিতান্তই সরল এবং বোকা, তাই বাস্তবধর্মী সিনেমা বানানোর দাবি জানাচ্ছেন, --নইলে এমন অবান্তর প্রস্তাব কখনোই উপস্থাপন করতেন না। আমাদের কাছে আকর্ষণীয় ‘জাতীয়’ দৈনিক পত্রিকা এবং ‘জাতীয়’ প্রচারমাধ্যমগুলোর বৈশিষ্ট্য এবং চরিত্রের প্রতি শ্রদ্ধাবনত থাকলে আপনি অনেক কিছুই শিখতে পারতেন। আপনাদের মতো বিরক্তিকর প্রতিক্রিয়াশীলদের অত্যাচারে আমাদের বাণিজ্যজীবীরা কেবল বিরক্তই হচ্ছে। তারা আগের মতো শান্তিতে তাদের ধর্মবাণিজ্য, যুদ্ধবাণিজ্য, বিভাজনবাণিজ্য, ঘোষণবাণিজ্য, বাক্যবাণিজ্য, কোঠাবাণিজ্য, সুপারিশবাণিজ্য, জুজুপ্রদর্শনবাণিজ্য, অঙ্গীকারবাণিজ্য, বুলিবাণিজ্য, টোপবাণিজ্য, প্রাকৃতিক-দুর্যোগ-বাণিজ্য, পদায়ণবাণিজ্য, বসনবাণিজ্য, মোড়কবাণিজ্য, সিনেমাবাণিজ্য, টকশোবাণিজ্য এবংবিধ কোনো বাণিজ্যই তেমন নির্বিঘ্নে চালাতে পারছে না। অজাতকূলশীল আপনারা নিজেরাও বাণিজ্যে জড়াবেন না, অন্যদেরকেও শান্তিতে বাণিজ্য করতে দেবেন না, --এতে যে কী লাভ পান আপনারা, --আমার ঘিলুতে ঢোকে না।
ঘরে বাইরে কেউ-ই তো আপনাদেরকে সহ্য করতে পারে না, আপনারা জানেন, উদ্ভট উপদ্রব হিসেবে গণ্য ক’রে ঘৃণাভরে তারা আপনাদেরকে নীরবে এড়িয়ে চলে, -এমনকী অর্থহীন কালক্ষয় মনে ক’রে নিয়ে তারা আপনাদেরকে কোনো আঘাতও করে না, --তারপরও কেন যে আপনারা জাতে ওঠেন না, আমি ভেবে কূল-কিনারা পাচ্ছি না। তবে, এখানে আমি আমার সত্যানুভূতি সরলভাবে প্রকাশ করতে পেরে নিজেকে ধন্যবাদ জানাচ্ছি।
করণিক : আখতার২৩৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।