বিএনপি নেতা সা কা চৌধুরীর মন্তব্য 'অর্বাচীন' এর জবাবে 'কুলাঙ্গার' বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম গত রোববার বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে সাকা চৌধুরীকে কাঠগড়ায় দাঁড় করানো হবে।
এর প্রতিক্রিয়ায় সাকাচৌ সোমবার বলেন, "নতুন নতুন অর্বাচীনরা আমাকে আদব শেখাতে চায়। তাদের বক্তব্যের জবাব আমি দিতে চাই না। "
আজ এর পাল্টা জবাবে আইন প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এ সব কুলাঙ্গার রাজনীতিকে নোংরা করার জন্য যথেষ্ট।
বর্তমানে সুষ্ঠু রাজনীতির যে সুবাতাস বইছে , তা ধরে রাখতে সাকা চৌধুরীর মতো লোকদের রাজনীতি থেকে বের করে দেওয়া উচিত। "
কামরুল বলেন, "যে লোক তার নিজের দলের নেত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করতে পারেন। তার মতো রাজনৈতিক শিষ্টাচার বর্জিত লোক শুধু নিজের দল নয়, রাজনীতিকেও কলুষিত করে। "
অতীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে করা সালাউদ্দিন কাদেরের একটি মন্তব্য উদৃত করে একথা বলেন প্রতিমন্ত্রী।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।
কামরুল বলেন, "তার যুদ্ধাপরাধের বিষয়ে আমাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। তার বিচার হবেই। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।