আমাদের কথা খুঁজে নিন

   

কলমদাদির ব্যাপারে আপডেট ... আসুন একজন মানুষ হয়ে আর একজন মানুষের পাশে দাঁড়ায়

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা

কলমদাদিকে নিয়ে অসামাজিক ভাইএর লেখা... যাদের চোখ এড়িয়ে গিয়েছে তাদের জন্য কলমদাদির ব্যাপারে আপডেট --- ব্যাপারটি তে সবার সারা পেয়ে যার পর নাই অভিভুত ... কিন্তু ব্যাপার হচ্ছে একটু সময় লাগবে ... যে ভাইয়েরা উনার একাউন্ট এর ডিটেইলস চেয়েছেন সেই সকল ভাইয়াকে একটু ওয়েট করতে হবে ... পোস্টটি মুলত অসামাজিক ভাই এর দেওয়া... উনার সাথে মাত্র মোবাইলে যোগাযোগ হল --- উনি সঠিক জানেন না । আমি আজ বের হয়েছিলাম উনার ( কলমদাদি) খোজে কিন্তু পাইনি ... বোধহয় উনি অসুস্থ বা আজ আসেননি ... আশা করি শীঘ্রই পেয়ে যাব ... তখন সবাই কে জানিয়ে দেব ... আর যদি আমাদের ক্যাম্পাসের কেউ থাকেন ( ঢাকা বিশ্ববিদ্যালয় ) তাহলে দয়া করে একটু উনাকে খুজবেন এবং উনার সম্পর্কে বিস্তারিত জানার চেস্টা করবেন অথবা যদি কোন ব্লগার জেনে থাকেন তাহলে দয়া করে শেয়ার করবেন ... আর ব্যাপারটি শুধু আমার , অসামাজিক ভাই , শিবলি ভাই , জুলহাস ভাই বা জাহাজি ভাই এর নয় বরং প্রত্যেকের ... আমরা শুধু উদ্দোগটা নিয়েছি ... কিন্তু তা সফল করবার দায়িত্ব আমাদের সবার ... আসুন আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে সত্যিকার অর্থেই কলমদাদির জন্য কিছু করি ... অফপিক --- অসামাজিক ভাই জরুরি কাজে কিছু দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছেন ... আশা করি উনি ফিরলে ( মনে হয় উনি ১৯ মার্চ ফিরবেন ) আমরা সবাই মিলে বসে দেখা করে যে যা সংগ্রহ করতে পারি তা সরাসরি কলমদাদিকে দিয়ে আসব ... আর এ ব্যাপারে সর্বশেষ আপডেট জানতে ফেসবুকের এই পেজটি লাইক করুন Amader Kolomdadi ( আমাদের কলমদাদি )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।