পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
ষ্টিকি পোষ্ট সরিয়ে নেবার পর মনে হয়েছে ব্লগারদের মিসর সিমান্তে পরে থাকা বাংলাদেশীদের ব্যাপারে জানার আগ্রহ কমে গিয়েছে। তাই এত কষ্ট করে আপডেট দিতে আর ইচ্ছে করছিল না।
৯দিন সিমান্তে থাকার পর গত পরশু রাতে কায়রো ফিরে আসি। শরীর বেশ খারাপ হয়ে আছে।
পেটেও সমস্যা বোধ করছি। কিন্তু কায়রো ফিরে আসার পর এখানে অবস্থানকারি বাংলাদেশীদের উৎসাহে আবার তিউনিসিয়া যাবার প্রয়োজন বোধ হল।
এ্যাম্বাসির সহযোগিতায় একদিনেই ভিসাও পেয়ে গেলাম। টিকেট কনফার্ম করা না হলেও বুকিং দেয়া আছে ১৭ তারিখ রাত ৯ টায়। ফিরে আসব ২৪ তারিখ।
এর আগে টিকিট নেই।
ছাত্র হওয়ার জ্বালা বেশকরে অনুভব করছি।
তিউনিসিয়ায় হোস্টেল সমন্ধে জানতে চাই। তিউনিস থেকে লিবিয়ান বর্ডারে যাবার সমস্ত উপায় জানতে চাই।
ওখনাকার কোন বাংলাদেশীদের সাথে যোগাযোগ করতে চাই, এ্যাম্বাসির লোকজন ব্যাতিত।
তিউনিসিয়ান বর্ডারে আটকে পরা কোন বাংলাদেশীদের খোজ খবর থাকলে আমাকে জানাতে পারেন।
আমাদের সাথি হবেন, এটিএন নিউজ এর মুন্নি সাহা ও মিশুক মুনির, এটিএনবাংলার কেরামতউল্লাহ বিপ্লব, চ্যানেল আই এর সাংবাদিক প্রান্ত। সামুর পক্ষ থেকে আমি ত আছিই....
আমাদের এই টিম সম্পুর্ন জনস্বার্থে কাজ করবে। আপনাদের সাহয্য একান্ত ভাবে কামনা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।