দাঁড়াও পথিকবর! জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল...
আমি নেপাল যাবো আগস্টের শেষে। বাই রোডে যাবো, তাই ভারতের ট্রানজিট ভিসা লাগবে।
এই ২৩ তারিখ অনলাইনে আবেদন করলাম। অ্যাপয়েনমেন্ট ডেটও দিয়ে দিলো, ২২ আগস্ট। যদিও যাওয়ার আশাই ছিল ২০ আগস্ট
কিন্তু এখন জানতে পারলাম... বাই রোডে নেপাল যেতে হলে ডাবল এন্ট্রি ইন্ডিয়ার ভিসা লাগবে। একবার যাওয়ার পথে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢোকার জন্য, আরেকবার নেপাল থেকে ফেরার পথে ইন্ডিয়া ঢোকার জন্য।
কিন্তু আমি ফর্মে সিঙ্গেল এন্ট্রি দিয়ে ফেলেছি!!!
এখন কি এটা সংশোধনের কোনো উপায় আছে? এক লোক বলল আমি আবার রেজিস্ট্রেশন করে ইনফর্মেশন ঠিক করে দিলে নাকি অটোমেটিকলি সংশোধন হয়ে যাবে, কিন্তু অ্যাপয়েনমেন্ট ডেট চেঞ্জ হবে না। অথচ আমি এম্বেসির সাইটে স্পষ্ট দেখতে পাচ্ছি-
Once the online application form is submitted by the applicant, then further modifications are not allowed. Hence applicants are requested to check and validate the details before submitting the online application form.
এখন কি করবো কেউ বলতে পারবেন কি? নতুন করে আবেদন করতে চাইলে আগের অ্যাপয়েনমেন্ট ডেট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর করতে হবে? নাকি আমি চাইলে এখনই আবার আবেদন করতে পারি? সেক্ষেত্রে কি আগের অ্যাপয়েনমেন্ট বাতিল হয়ে যাবে?
নাকি সত্যি কারেকশানের কোনো সুযোগ আছে??
বিজ্ঞ ভাইবোনেরা জানান প্লিজ, বড় টেনশনে আছি
আর হ্যাঁ, আজকে নেপালের ভিসা নিয়ে এসেছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।