আমাদের কথা খুঁজে নিন

   

Climate change গ্রীন হাউজ এফেক্ট



Climate change পরিবেশ বিপর্যয়ের কারনে প্রকৃতিক দুর্যোগ এখন প্রতি নিয়তই গঠছে। সপ্রতি জাপানে ঘটে যাওয়া সুনামী পরিবেশ বিপর্যয়েরই কারণ। যার ফলে পারমানুবিক বিদু্যত কেন্দ্র বিষপোরিত হয়ে। আরো মারাত্নক ক্ষতির দিকে যাচ্ছে জাপান সহ সারা বিশ্ব। এই পরিবেশ বিপর্যয় ও প্রকৃতিক দুর্যোগের জন্য আমরাই দায়ী।

এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। এবং পরিবেশ বিপর্যয়ের মুল কারণ গুলো চিণ্হিত করতে হবে এর পক্ষে প্রচার পচারনা চালিয়ে জনসচেতনাত চালাতে হবে। তা না হলে আমাদের মত তৃতীয় বিশ্বের দেশ গুলোর আবস্তা খুব খারাপরে দেকে যাব। যখনই ভুমিকম্প বা সুনামীর মত ঘটনা আমাদের দেশে ঘঠবে তখণ মারাত্নক ক্ষতির সম্মখীন হব। এর থেকে বাচার জন্য নবায়ন যোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে।

এবং নতুন নতুন উদ্দভানী মূলক শক্তির আবিষ্কার করতে হবে। সৌর শক্তি আমাদের দেশে কার্যকরী ভূমিকা রাখতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।