//
সেই ক্লাস ফাইভ থেকে মটরসাইকেলে হাতে খড়ি। ধুলাভাই এর ইহামাহা(লেডিস টাইপের ছিল যে আগে সেটা) দিয়েই শুরু। এরপর একে একে হোন্ডা CDI100, পালসার 150(ব্ল্যাক) হয়ে এখন চালাচ্ছি ইহামাহা FZS। এবং অতি অবশ্যই সেরাটি হলো FZS। মজাই মজা।
বুলেট গতি। লুকিং অওসাম। সারাদিন চালালেও লাগেনা ক্লান্তি, পড়েনা অন্ডকোষে চাপ। যেটা পড়তো পালসারে। আর পালসার ছাড়ার বড় কারন ছিল ফেসবুকে দেখলাম একটি গ্রুপ খুলেছে যেটার নাম ছিল " PULSAR..ঢাকার রাস্তার রিক্সা"।
সেই লজ্জায় সেটা বিক্রি করেছিলাম। তাছাড়া সাস্থ্যগত ঝুকিও বেশি ছিল সেটাতে।
এখনকার ইহামাহা FZS এ আমার সবোর্চ্চ তোলা গতি ১২০ কিমি/পার আওয়ার। আপনাদের তোলা হাইস্পিডও শেয়ার করুন। শেয়ার করুন কোনটা চালিয়ে কি মজা পেয়েছেন।
আমার এখনকার টা
দীর্ঘ বিরতির পর ব্লগে আসায় হাতচালু করতেই এই আড্ডাপোস্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।