ইন্টারনেট সম্পর্কে আমার অভিগ্গতা খুব সুখকর নয়। প্রথমে নিয়েছিলাম gp,কিন্তু সেই নেট ৫দিন ও যায়নি,১ gb শেষ। এরপর নিলাম banglalink, average পেতাম 15KB। কিন্তু বর্তমানে একদম বাজে হয়ে গেছে। নিলাম teletalk,বাংলাদেশে ইন্টারনেট জগতে সবচেয়ে বাজে performance।
চিন্তা করলাম wimax নিব কিন্তু qubee বা banglalion উভয়ই limited কে পরিয়েছে unlimited এর পোষাক,তাই wimax এর চিন্তা বাদ দিলাম।
ইন্টারনেট ব্রডবেন্ড লাইন নেওয়ার সুযোগ নেই। সর্বশেষ আছে টিএন্ডটি ব্রডবেন্ড ইন্টারনেট, কিন্তু টিএন্ডটি ব্রডবেন্ড ইন্টারনেট সম্পর্কে আমার কোন ধারনা নেই। আপনাদের সবার সাহায্য চাই। যার যতটুকু ধারনা আছে যদি share করতেন তাহলে অনেক উপকার হত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।