রাজধানীর মগবাজার টিএন্ডটি কলোনি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক যুবককে অপহরণ করা হয়েছে। অপহৃত ওই যুবকের নাম আশিকুর রহমান বাবু (২৫)। তিনি টিএন্ডটি কলোনির কল্যাণ নম্বর ৫৪/ক বাসায় থাকতেন। তার বাবা আবদুল লতিফ বিটিসিএল'র টেলিকম মেকানিক। গত ২৭ মার্চ রাত সোয়া ১০টার দিকে টিএন্ডটি কলোনির ওই বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে বাবুকে নিয়ে যাওয়া হয়।
এরপর পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে ২৮ মার্চ রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। বাবু ওই পরিবারের বড় ছেলে। গত ১২ দিনেও ছেলের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ভেঙে পড়েছেন।
অপহৃতের বাবা আবদুল লতিফ জানান, ২৭ মার্চ রাতে বাসার সামনে একটি সিলভার রংয়ের মাইক্রোবাস এসে থামে। ওই গাড়িতে অজ্ঞাতনামা ৭জন যুবকের মধ্যে তিনজন অস্ত্রধারী ছিলেন।
তারা ডিবি পুলিশ পরিচয়ে আমার বাসায় প্রবেশ করে। এ সময় বাবু টিভি দেখছিলেন। তারা বাবুকে দেখামাত্র ঘিরে ফেলে হ্যান্ডকাপ পরায়। পরে টানাহেঁচড়া করে তাদের গাড়িতে তোলেন। কি কারণে বাবুকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে তারা আমাকে রমনা থানায় আসতে বলেন।
এরপর তিনি রমনা থানায় গেলে বাবুকে পাননি। বাবুকে গাড়িতে ওঠানোর পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি জানান, বাবুকে নিয়ে যাওয়ার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে রমনা থানায় একটি জিডি করা হয়। এরপর র্যাব-৩ এর কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। ডিএমপি পুলিশ কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব জায়গায় বাবু অপহরণের বিষয়টি অবহিত করা হয়েছে।
গত ১২ দিন ধরে বাবুকে না পেয়ে পরিবারের লোকজন ভেঙে পড়েছেন। এমতাবস্থায় ছেলেকে ফিরে পেতে আইন-শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
প্রসঙ্গত, ১৯ মার্চ রাতে আবদুল আলিম (২৮) নামে এক আনসার সদস্যকে মগবাজার টিএন্ডটি কলোনির গেটে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর বিভিন্ন সময়ে থানা ও ডিবি পুলিশ কলোনির একাধিক ছেলেকে থানায় নেয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর আবার ছেড়েও দেওয়া হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।