গত কয়েক দিন ধরে একটা বিপদে আছি। টিএণ্ডটি থেকে মোবাইলে ঢুকতে চায় না। না ঢোকার আবার নানা বাহানা। কখনো বলে, সব ক'টি চ্যানেল এখন ব্যস্ত আছে। কখনো বলে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন।
মাঝে মাঝে আবার করে যান্ত্রিক শব্দ।
তখন বিপদে পড়ে মোবাইল থেকেই কল করতে হয়। মোবাইল থেকে কল করার সময় এই সব কোন সমস্যাই থাকে না। এক বারেই লাইন পাওয়া যায়।
আমাদের মোবাইল অপারেটরদের টাকা বানাবার হাজার রকম প্রতারণাপূর্ণ বাহানার সাথে যুক্ত হলো ইই বাহানা।
তারা টিএণ্ডটি থেকে ইন কামিং কল নিবেন না। তাদের কোন না কোন অপারেটরের মোবাইল ব্যবহার করতে হবে।
হায়রে আমার দেশ ! আর কত জন আমাদের পকেট কাটবে কত রকম বাহানায় ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।