যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।
কয়েকদিন আগে মূল লাইনের তার কেটে চুরি করে নিয়ে যাওয়ায় মোহাম্মদপুর এলাকার ১৩ হাজার টিএণ্ডটি ফোন লাইন বিকল হয়ে পড়েছে। মেরামত ও পুনঃসংযোগের কাজ চলছে ধীর গতিতে।
কয়েকদিন ইন্টারনেট তথা ব্লগ ও ফেসবুকে ঢুকতে পারি নি। সব লাইন কবে ঠিক হবে কে জানে।
তবে এটা বুঝা গেল যে, যত বেশী বেশী বেসরকারী ফোন কোম্পনীকে লাইসেন্স দেয়া হবে, তত বেশী বেশী তার ও যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটতে থাকবে।
আপনারা লক্ষ্য করবেন, পল্লী বিদ্যুৎ সমিতিগুলি চালু হবার পূর্বে বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরির ঘটনা ছিল খুবই নগন্য। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিগুলি চালু হবার পর বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরির ঘটনা বাড়তে বাড়তে এমন যায়গায় এসেছে যে, একই ট্রান্সফরমার চুরির মাধ্যমে পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কাছে ৪/৫ বার বিক্রি হচ্ছে। শুধু চোর চক্র নয়, এসব কারসাজির সাথে একশ্রেণীর "কর্মকর্তা" চক্রও জড়িত আছে বলে অভিযোগ।
ফলে এখন "বেসরকারীকরণের" আছর টিএণ্ডটি ফোন নেটওয়ার্কের উপরও পড়বে তাতে কোন সন্দেহ নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।