ট্রেনের নিচে গলাকাটা লাশটা আমার'ই হয়ত, ডাস্টবিনের গন্ধে তুস্টি খুজেছিলাম, পাইনি।
হৃৎপিণ্ড - ০৫
হাইস্পীড ট্রেনে গলা কাটা ছিন্ন লাশটা আমারই হয়তো,
ডাস্টবিনের গন্ধে তুষ্টি খুঁজেছিলাম -- পাইনি।
হঠাৎ অস্থি - মজ্জার সুড়সুড়ি থেমে গেল
থেমেগেল তুষ্টির নেশা,
ক্ষুধার্ত হায়েনা খুঁজে পেল বেওয়ারিশ হরিণী,
স্টীম রোলার চলছে দেহের জোড়ায় জোড়ায়
চলছে রমণ, পরিশেষে এসিড আদর।
আকুতি ছিল - ছিল অশ্রু - ছিল অসহায় হৃদপিন্ড,
হায়েনার উল্লাসে সব গিয়েছিল ভেসে,
পতিত জমির উর্বরতায়
নিল নরমের স্বাদ,
ছড়িয়ে দিল দোজখের বীজ শিরায় শিরায়।
একটি শিকার ও একদল অতৃপ্ত হায়েনা,
এবার রক্তের স্বাদ ও একদলা মাংশ।
মুক্তির গজাল ঠুকছে হরিনীর বুকে,
বেহালার করুণ সুরে
শুরু হল মাংশপেশীর নৃত্যকলা,
এ রণনৃত্য আমার দ্রোহ,
মন-দেহ মিশে গেল অসহ্য আনন্দে।
একটি কাকও ডাকলো না,
ভাঙ্গলো না ঘুম নির্ঘুম শহরের,
শুধু রাস্তার ওপাড়ে উষ্কো চুলের পাগলের অসহায় ছটফটানি,
পৃথিবী বদলে গেল,
বদলে গেল আমার মজ্জার রং,
আরও একটা গলাকাটা লাশের বেহায়া অপেক্ষা।
কাকে শোনাচ্ছি এ বৈধ কল্পনা!
আর কতকাল জেগে ঘুমাবে
হে জাতি!
পোকাগুলো তোর মস্তিস্কের নরম খাবে,
খাবে তোর যাপিত জীবন।
০৬/১২/২০০৬ ইং
খুলনা
বি.দ্র: বানান ভুলে ক্ষমা প্রার্থী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।