সবকিছু অন্ধকার হতে শুরু , অন্ধকারেই শেষ...
ইংলিশ অফ-স্পিনার গ্রায়েম সোয়ান গতকাল ইংল্যান্ড বাংলাদেশ ম্যাচে আম্পায়ারের সাথে বসচার জন্য ম্যাচ ফির ১০% জরিমানায় দন্ডিত হয়েছেন।ম্যাচ শেষে আই.সি.সি কোড অফ কন্ডাক্ট পর্যালোচনা করে , এবং তা ভঙ্গ করার দায়ে তাকে এই শাস্তি দেয়া হলো।
উল্লেখ্য গতকাল ম্যাচে গ্রায়েম সোয়ান কাউকে আউট করতে না পেরে প্রকাশ্য হতাশা দেখান। এক পর্যায়ে বল পরিবর্তন নিয়ে তো অস্ট্রেলীয় আম্পায়ার ড্যারেল হার্পারের সঙ্গে রীতিমতো বচসায় চলে গেলেন তিনি। বল পরিবর্তনে হার্পারকে বাধ্য করতে না পেরে মুখ দিয়ে ‘খিস্তি’ বর্ষণই করে ফেললেন। এরই ফলে তাকে এই শাস্তি পেতে হলো।
সোয়ান আই.সি.সির লেভেল ১ ধারার ২.১.৪ উপধারায় দন্ডিত হলেন, যেখানে বলা আছে - 'Using language or a gesture that is obscene, offensive or insulting during an international match.'
ফিল্ড আম্পায়ার রড টাকার, ড্যারিল হারপার এবং থার্ড আম্পায়ার আলিম দারের সহ গঠিত আই.সি.সির এলিট আম্পার প্যানেল এই সিদ্ধান্ত প্রদান করেন।
শুনানিতে বলা হয় "Graeme became frustrated and upset at the condition of the second ball in use during the Bangladesh innings. His comments to the on-field umpires during the 26th over of the innings were unacceptable and an over later Graeme, realizing this, made a genuine apology to the umpires for his actions. While it was recognized that, because of the dew, this was a difficult period to be in the field it is also a fact that these conditions are not uncommon on the sub-continent.
"At the conclusion of the match Graeme accepted the sanction and there was no need for a full hearing."
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।