আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
ড্যারেল হেয়ারকে যতই গালি দেই না কেন কোনটাই তার জন্য উপযুক্ত না। তার এক আঙ্গুলের চর্চায় যে কত কাহিনী জন্ম নিয়েছে তার উয়ত্তা নেই। এশিয়ানরা তো তার দুই চোখের বিষ।
মুত্তায়া মুরালিধরন তো তার আজন্ম শত্রু।
আইসিসির কম্পিউটারের পরীক্ষায় পাস করার পরেও ড্যারেল হেয়ার সদম্ভে বলেছিল তার চোখে মুরালিধরন এখনও চাকার, সে তার বলে নো ডাকবে।
আরে হ্যাঁ, টেন্ডুলকারের সাথে কি হয়েছিল মনে আছে .... কোন এক ম্যাচে বোলারের নাম ঠিক মনে নেই, তার বাউনসারে টেন্ডুলকার নিচু হয়ে গিয়েছিল। বলটা তার কাঁধ ছুয়ে যায়। ওই প্রান্তে আম্পায়ার সাহেব নির্বিকারভাবে এলবিডবি্ল্লও আউট দিয়ে বসে।
আর পাকিস্তানের সাথে তো তার পুরানা বিরোধ।
গতকাল তারই কল্যানে ক্রিকেট ইতিহাসে আরেকটা কলংকিত অধ্যায় যুক্ত হল।
পাকিস্তান- ইংল্যান্ড টেষ্ট, 2
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।