আমাদের কথা খুঁজে নিন

   

উবুনটু আর অভ্র নিয়া যারা হিসশিম খাইতেছেন, অথবা যারা খাইতে যাইবেন তাদের জন্য

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

উবুনটু ১০.১০ যারা নতুন ভাবে ব্যবহার করছেন, বা আগামীতে ব্যবহার করার জন্য চিন্তা করছেন, তাদের জন্য বলছি - এইটি একটি চমৎকার অপারেটিং সিস্টেম। এতে প্রয়োজনীয় সব সফটওয়্যার দেওয়া আছে। আপনাকে আলাদা করে কিছুই নামাতে হবে না, বা অন্য কোন থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহার করা লাগবে না। উবুনটর সাইট থেকে প্রায় ৭৫০ মেগাবাইটের ডাউনলোড করে তাকে একটা ডিস্কের ভেতরে রাইট করতে হবে।

তা না হলে কিন্তু অপারেটিং সিস্টেম চালু করতে পারবেন না। যদি YouTube-এর ভিডিও দেখতে চান, তা হলে কিছু সফটওয়্যার লাগবে, যেগুলো সিস্টেম আপনা থেকেই বসিয়ে নেবে। আপনাকে শুধুমাত্র সিস্টেমকে সাহায্য করতে হবে তাকে সেই পপ-আপ করা সফটওয়্যারগুলোকে ডাউনলোড করার কথা বলে। শুরুতে মনে হতে পারে অভ্র ফোনেটিকে বাংলা কি ভাবে লিখবো। এটার খুব সহজ সমাধান হল আপনাকে scim-avro নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটলড করতে হবে।

এর পরে System > Preferences > Keyboard Input Methods -এ গিয়ে Yes বাটনটি টিপতে হবে। ব্যস, আপনার উবুনটু ১০.১০-এর জন্য বাংলা অভ্র ফোনেটিক চালু হয়ে যাবে। এর পরে আপনার স্ক্রিনে উপরের দিকে কি বোর্ডের একটি ছবি আসবে, সেখানে ক্লিক করে দেখতে পারেন Bengali অপশনটি এসেছে কিনা। যদি না এসে থাকে, তা হলে একবার রিস্টার্ট করতে হবে। ওঃ ভালো কথা, এখন অভ্র চালু করতে হলে আপনাকে Control + Space Bar চাপতে হবে।

পাশাপাশি, GNOME MPlayer এবং GIMP Image Editor ডাউনলোড করতে হবে, যা কিনা উবুনটুর সহায়তাকারী সাইট থেকেই পাবেন। এই সব সফটওয়্যার এবং প্রয়োজনীয় আরও কিছু সফটওয়্যার পাবেন Applications নীচে Ubuntu Software Center থেকে। সেখানে Get Software এবং Installed Software বলে দুইটি ভাগ আছে। সেগুলোয় দেখতে পাবেন কি কি সফটওয়্যার আপনি পেতে পারেন এবং কি কি সফটওয়্যার আপনার কম্পিউটারে ইন্সটলড অবস্থায় আছে। হ্যাপি উবুনটু ইউজেস … হ্যাপি ব্লগিং।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।