আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটবোদ্ধা নই, তবে এটুকু বুঝি

ইতিহাস, নেই অমরত্বের লোভ/ আজ রেখে যাই আজকের বিক্ষোভ...

ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের দু:খজনক পরাজয়ের পর স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়ার ফুলঝুরি ঝরেছে। প্রতিক্রিয়ার প্রকাশ হয়েছে ড্রইং রুমে, রাস্তায়, আমাদের কথায়, পত্রিকা বা ব্লগের লেখায়। যারা ক্ষুব্ধ কিম্বা সহানুভূতিশীল প্রতিক্রিয়া দেখিয়েছেন সবার ক্ষেত্রেই একটা কথা নি:সন্দেহে প্রযোজ্য- সবাই দেশকে ভালোবাসেন, সবাই হতাশ হয়েছেন, সবাই দেশকে সম্মনের আসনে দেখার উদগ্র বাসনায় বিভোর হয়েছিলেন। কিন্তু আমরা যখন আমাদের কাজে, কথায় বা লেখায় কোন কিছু প্রকাশ করি, বিশেষ করে সেই প্রতিক্রিয়া যখন ব্যক্তিগত গন্ডিকে ছাড়িয়ে যায় তখন সেই প্রতিক্রিয়ার consequence সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমি নিজে খুব একটা ক্রিকেট খেলিনা, জীবনে কয়েকবার ব্যাট হাতে নিতে হয়েছে ছাত্র জীবনে ব্যাচের প্লেয়ারসংকটের বদৌলতে।

খেলার বেসিক নিয়ম জানা ছাড়া এর খুঁটিনাটি সম্পর্কে ধারণাও নেহায়েত কম। কিন্তু এটুকু বুঝি দেশের ছেলেরা স্বেচ্ছায় ওরকম পরাজয় বরণ করে নেয়নি, ওরকম পরাজয় দেশের সাধারণ মানুষের মতো তাদেরকেও দগ্ধই করেছে নি:সন্দেহে, হয়ত একটু বেশিই করেছে। তাদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন করাটা সমিচীন মনে হয়না। তাহলে এমন হলো কেন? একটা উত্তর হতে পারে, তারা basicallyই ভালই খেলেনা। ক্রিকেট খেলার জন্য যে ন্যুনতম aptitude থাকা দরকার সেটাই তাদের নেই।

হয়ত শারিরীক যে fitness টুকু একজন ক্রিকেটারের থাকা প্রয়োজন সেটাই তাদের develop করেনি। অথবা জাতিগত ভাবেই আমাদের শারীরিক শক্তি ও সৌকর্যের ঘাটতি আছে। তাহলে প্রশ্ন হল, এই দল কিভাবে তাহলে এর চেয়ে অনেক শক্তিশালী দলকে হারিয়ে আসলো? যোগ্যতার consistency না থাকলে মাত্র কিছুদিন আগেই নিউজিল্যান্ডের মত দলকে white wash ই করল কিভাবে? এর একটাই উত্তর আছে। এর উত্তর হল সেদিন ওয়েস্ট ইন্ডিজের সাথে যা হয়েছে সেটা নিছকই একটা accident. এটা যে কারো যে কোন সময় হতে পারত। কিন্তু দুর্ভাগ্যক্রমে দুর্ঘটনাটা ঘটেছে বাংলাদেশের সাথেই।

আমাদের পরিবারে কারো একসিডেন্ট হলে কি করি? ইট পাটকেল নিয়ে ছুটে যাই 'ওই, তুই একসিডেন্ট করলি ক্যান' বলে? একসিডেন্টের পেছনে তার নির্বুদ্ধিতার ভূমিকা কতটুকু ছিল সেই বিশ্লেষণ পত্রিকায় ছাপাই? নাকি ব্লগের পাতাই একসিডেন্ট করা ভাই বা বোনটির গুষ্ঠি উদ্ধার করি? নাকি সহানুভূতির আগল খুলে পরম মমতায় বুকে টেনে নিয়ে ক্ষতস্থানে স্নেহময় মলম স্যাভলন লাগিয়ে দিই? একটা ভয়ঙ্কর বিপর্যয় face করা আমাদের প্রাণপ্রিয় ক্রিকেটার ভাইদের প্রতি আমরা কি করেছি? তারা কি আজ সেই কাচা ক্ষত নিয়েই প্রবল প্রতিপক্ষের মুখোমুখি হবে? নাকি আমাদের renewed ভালোবাসা, আবেগ, আকাঙ্ক্ষার স্নেহময় পুলটিসে ক্ষতস্থান চেপে প্রবল বিক্রমে নতুন স্বপ্নের সারথি হবার ব্যবস্থা আমরা করে দেব? আসুন আমাদের ভালোবাসা মিশ্রিত শুভকামনায় সিক্ত করি আমাদেরকে অনেক গর্ব আর আনন্দের উপলক্ষ এনে দেয়া বাংলাদেশ ক্রিকেট দলটিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।