আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটবোদ্ধা চাইনা দেশপ্রেমিক চাই



বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, হবে ও। মাশরাফি কে কেন নেয়া হলোনা, সিডন্সের ক্কারী বেলালী, আশরাফুল সাহেব তো নিজেই একটা বিতর্ক, সেরা এগারো কি হবে, নাঈম না শুভ, রকিবুল না আশরাফুল, তিন পেসার না দুই পেসার, ব্যাটিং পাওয়ার প্লে কখন নেয়া উচিত, এই রকম আরো বিতর্ক আছে। আমাদের সবার ই নিজস্ব মতামত আছে; আছে যুক্তি, আবেগ, পছন্দ, অতি পছন্দ ও অপছন্দ। বাংলাদেশে নাকি উপদেশ দাতা, এম বি এ আর ক্রিকেটবোদ্ধার অভাব নেই। খেলায় জয় পরাজয় থাকে।

পরের ম্যাচ টা অনেক বড় জিততে হবে। আসুন আমরা দাড়াই আমাদের ক্রিকেটারদের পাশে। সবসময় আমাদের সমর্থন অব্যাহত রাখি, বিশ্বাস রাখি তাদের উপর। আমাদের মনোবল যেন টলে না যায়। দেখিয়ে দেই, তো উদ্বোধনী অনুষ্ঠান দেখলি, খেলা তো এখন ও দেখস ই নাই।

(You've only enjoyed the opening ceromony, match defeat yet to experience.) এখন থেকে মাঠে নামার আগে সকল বাংলাদেশী প্রার্থনা করি, ভাইরে জান দিয়া খেল, দেশের জন্য খেল। আমরা সমালোচনা করি, গালি দেই যাই করি আমরা তোদের পাশে আছি রে ভাই, ডরাইস না। হার জিত তো আছেই; বেডার মত খেল। আর বুঝায়া দে আমরা হুংকারের বাঘ না কামড়ের বাঘঃ ধরলে ছাড়িনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।